এগুলো মোবাইল ফোন না কি সোনা এতো দাম কেনো। Agulo mobile phone na ki sona ato dam keno..

প্রতিদিনের মত আজকেও আমরা অল টিপস বাংলায় এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেটি জানার পর আপনি এতটাই অবাক হবেন। যে বলতে বাধ্য হবেন ভাই এগুলো আমি কি দেখলাম এগুলো কি সোনা না কি, এত দাম কেন এগুলির। অর্থাৎ আজকে আমরা এমন কিছু মোবাইল সম্পর্কে বলতে যাচ্ছি, যে গুলির দাম কোন সোনার গয়নার থেকে কম না। অর্থাৎ এগুলি দামে এতটাই বেশি যে দেখা ও জানার পরে আপনি বলতে বাধ্য হবেন। যে ভাই এগুলি সোনা নাকি মোবাইল। আপনি আরো অবাক হবেন আমাদের পোস্টের মধ্যে থাকা এক নম্বর ফোনটির কোম্পানির নাম সম্পর্কে জানলে। কেননা আমরা সকলেই মনে করি অ্যাপেলের আইফোন এ বুজি সব থেকে দামি ফোন গুলোতে তৈরি করে থাকে। কিন্তু আমাদের আজকের পোষ্টে এক নাম্বারে যে ফোনটি থাকছে সেটি অ্যাপেল কোম্পানির তৈরি কোন আইফোন নয়।


আজকে আমাদের এই পোস্টে এক নম্বরে যে ফোনটি থাকছে অর্থাৎ সবচেয়ে বেশি দামি ফোনটি তৈরি করেছে স্যামসাং কোম্পানি এই ফোনটির দাম মাত্র 1 লক্ষ 99 হাজার 999 টাকা। চলুন, কথা না বাড়িয়ে এত দামি ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।


ফোনটির নামঃ Samsung Galaxy Z Fold2 5G

ফোনটির দামঃ 199999 টাকা

প্রথম আগমনঃ সেপ্টেম্বর 2020

সফটওয়্যারঃ Android 10, One UI 2.5

ডিসপ্লে স্ক্রীনঃ 7.6" Faldable Dynamic AMOLED

রেজুলেশনঃ 1768×2208 pixels

মেমোরি-
রেমঃ 12 GB
রোমঃ 256 GB

প্রসেসর-
SoC: Qualcomm SM8250 Snadragon 865+ (7 nm+)
Cup: Octa-core

ক্যামেরা-
পিছনে রয়েছে তিনটি ক্যামেরা যথাক্রমেঃ 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, ও 2 মেগাপিক্সেল।
সামনে রয়েছে 2 টি ক্যামেরা যথাক্রমেঃ 10 মেগাপিক্সেল, ও 10 মেগাপিক্সেল।

ব্যাটারিঃ 5000mAh Li-Polymer

চার্জিং: 
দ্রুত চার্জিং- 25W 
রিভার্স চার্জিং- 4.5W

ইন্টারনেটঃ 2G/ 3G/ 4G/ 5G

সোনার থেকে বেশি দামি ফোনটি সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে। তাহলে নিশ্চিন্তে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এত দিন থেকে আমাদের জানা একটি কথা কে সম্পূর্ণ রূপে মিথ্যা বলে প্রমাণ করে দিল স্যামসাংয়ের এই ফোনটি। কেননা আমরা এত দিন থেকে সকলের ভেবে এসে ছিলাম পৃথিবীর সবচেয়ে দামি ফোন হয়তো অ্যাপেলের আইফোন। কিন্তু উপরের এই স্যামসাং ফোনটি আমাদের সেই ধারণাকে কতটা ভুল বলে প্রমাণিত করল, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পোস্টের প্রথমেই আমরা বলেছি সোনার থেকে ও দামি ফোন। আমরা সাধারণ ঘরের ছেলেরা মাত্র 10 থেকে 15 হাজার টাকায় ক্রয় করে থাকি। সেখানে স্যামসাংয়ের এই 1 লাখ 99 হাজার 999 টাকার ফোন টি আমাদের কাছে সোনার দামের থেকেও কিছু কম না। তাই আমরা এই ফোন গুলকে সোনার সাথে তুলনা করেছি।


আমাদের দুই নম্বরে রয়েছে স্যামসাং কোম্পানির একটি ফোন। মনে রাখবেন আমরা দামের উপর নির্ভর করে আমাদের পোষ্টে ফোনের ক্রম নির্ধারণ করেছি। এই ফোনটির দাম 1 লাখ 84 হাজার 990 টাকা। শুনুন ফোনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।


নামঃ Samsung Galaxy Z Fold3 5G

মূল্যঃ 184999 টাকা

প্রথম আগমনঃ নভেম্বর 2021

সফটওয়্যারঃ Android 11, Onr UI 3.1.1

পর্দাঃ 7.6" Foldable Daynamic AMOLED

রেজুলেশনঃ 1768 x 2208 pixels

ওজনঃ 271 গ্রাম

মেমোরি-
রোমঃ 12 GB
রেমঃ 256 GB

প্রসেসরঃ Qualcomm SM8350 Snapdragon 888 5G (5nm)

ইন্টারনেটঃ 2G/ 3G/ 4G/5G

সিমঃ

ক্যামেরা-
পিছনেঃ 12 MP
             12 MP
             12 MP

সামনেঃ 10 MP
             10 MP

ব্যাটারিঃ 4400mAh Li-Polymer

চার্জিং-
দ্রুত চার্জিং : 25 W
রিভার চার্জিং: 4.5 W

স্যামসাংয়ের এই ফোনটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না।

আমাদের লিস্টের তিন নাম্বারে যে ফোনটি রয়েছে। সেটি আপনাদের কাঙ্ক্ষত অ্যাপেল কোম্পানির আইফোন।
আপনারা নিশ্চয়ই সোনার দামের কথা শুনেই অ্যাপেলকে মনে মনে ভেবে এসেছিলেন, কিন্তু সেই আপেল কোম্পানির ফোন আমাদের লিস্টের তিন নম্বরে জায়গা করে নিতে পেরেছে। অ্যাপেলের এই আইফোনের দাম 1 লাখ 54 হাজার 999 টাকা। চলুন, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।


নামঃ Apple iPhone 11 Pro Max 

মূল্যঃ 154999 টাকা

প্রথম আগমনঃ অক্টোবর 2019

সফটওয়্যারঃ iOS 13, upgradable to iOS 13.1.2

পর্দাঃ 6.5" Super Retina XDR OLED

রেজুলেশনঃ 1242 x 2688 pixels

ওজনঃ 226 gm

মেমোরি-
রেমঃ 4 GB
রোমঃ 256 GB

প্রসেসরঃ Apple A13 Bionic (7 nm+)

ইন্টারনেটঃ GSM/ CDMA/ HSPA/ LTE

ক্যামেরা-
পিছনেঃ Triple, 12 MP
             12 MP
              12 MP

সামনেঃ Dual, 12 MP

ব্যাটারিঃ 3969mAh Li-ion

চার্জিং-
ফাস্ট চার্জিং: 18W, 50% in 30 min.
রিভার সার্চিং: ×

অবশেষে আমাদের পোস্টর তিন নম্বর জায়গা পেয়েছে। অ্যাপেলের এই আইফোন টি। আর এই আইফোন টির দাম 1 লাখ 84 হাজার 999 টাকা। আর এই আইফোনটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।

অর্থের ক্রমে আমাদের লিস্টের চার নম্বরে জায়গা করে নিয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ। এই ফোনের দাম 1 লাখ 49 হাজার 999 টাকা। চলুন, এই ফোনটি সম্পর্কেও সম্পর্কেও বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।


নামঃ Samsung Galaxy Z Flip 

মূল্যঃ 149999 টাকা

প্রথম আগমনঃ মার্চ 2020

সফটওয়্যারঃ Android 10.0, One UI 2

পর্দাঃ 6.7" Foldable Dyanamic AMOLED

রেজুলেশনঃ 1080 x 2636 pixels

ওজনঃ 183 gm

মেমোরি-

রেমঃ 8 GB
রোমঃ 256 GB

প্রসেসরঃ Qualcomm SM8150 Sbapdragon

ইন্টারনেটঃ 2G/ 3G/ 4G/ LTE

সিমঃ

ক্যামেরা-
পিছনেঃ Dual, 12 MP
            12 MP

সামনেঃ 10 MP

ব্যাটারিঃ 3300mAh Li-Polyme

চার্জিং-
দ্রুত চার্জিং: 25W 
রিভার সার্চিং: ×

স্যামসাংয়ের এই ফোনটিকে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই ফোনটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন।


অর্থের মানদণ্ডে আমাদের পোষ্টের পাঁচ নাম্বার জায়গাটি দখল করেছে অ্যাপেলের আইফোন 12 প্রো মেক্স এই ফোনটির বাংলাদেশি মূল্য 1 লাখ 46 হাজার 999 টাকা। চলুন, এই ফোনটি সম্পর্কে ও বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।


নামঃ Apple iPhone 12 Pro Max

মূল্যঃ 146999

প্রথম আগমনঃ ডিসেম্বর 2020

সফটওয়্যারঃ iOS 14.1, upgradable to iOS 14.2

পর্দাঃ 6.7" Super Ratina XDR OLED

রেজুলেশনঃ 1284 x 2778 pixels

ওজনঃ 228 gm

মেমোরি-
রেমঃ 6 GB

রোমঃ 128 GB

প্রসেসরঃ Apple A14 Bionic (5 nm)

ইন্টারনেটঃ 2G/ 3G/ LTE/ 5G

সিমঃ

ক্যামেরা-
পিছনেঃ Quad, 12MP
            12 MP
            12 MP

সামনেঃ 12 MP

ব্যাটারিঃ 3687mAh Li-ion

চার্জিং-
দ্রুত চার্জিং: 20W
রিভার্স চার্জিং: ×

আমাদের পোস্টের পাঁচ নম্বরে জায়গা করে নেওয়া। এই ফোনটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না।

এই পোস্টে আমরা সবচেয়ে বেশি দামি পাঁচটি ফোনকে উপস্থাপন করেছি। এছাড়াও এই দামের আশেপাশে অনেক গুলো মোবাইল ফোনেই আছে সেগুলিকে একটি পোষ্টের মাধ্যমে সঠিক ভাবে উপস্থাপন করা অনেক কষ্টকর। তাই আমরা আমাদের পোস্ট কে শুধু মাত্র পাঁচটি ফোনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। পরবর্তীতে আমরা এর আশ পাশের দামের ফোন গুলোকে নিয়ে নতুন একটি পোস্ট আপলোড করার চেষ্টা করব। ইনশাল্লাহ আর এই ফোন গুলোর মধ্যে থেকে আপনাদের কোনটি ভাল লেগেছে, সেটি কিন্তু কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। আমরা কিন্তু আপনার সেই মূল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকবো। আপনাদের করা মূল্যবান এসব মন্তব্য আমাদের নতুন করে পোস্ট আপলোড করতে সাহায্য করে। আমরা এই রকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক, মোবাইল ইনফরমেশন, স্বাস্থ্য ও রূপচর্চা, জ্ঞান, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ও অনলাইন ইনকাম সহ বিভিন্ন ধরনের নতুন নতুন পোস্ট আমাদের এই ওয়েবসাইটে আপলোড দিয়ে থাকি।

Post a Comment

Previous Post Next Post

Contact Form