প্রিয় শিক্ষার্থীরা আশা করি, তোমরা আল্লাহর অশেষ রহমত ভালো আছো। তোমরা যারা আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করো তারা সকলেই জানবে। আমরা এই বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি অনলাইন ভিত্তিক এইচএসসি সাজেশন, এইচএসসি প্রস্তুতি ও এইচএসসি মডেল টেস্ট কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় আজকে ও আমরা নতুন একটি কোর্স তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আর আজকের এই কোর্স টি হলো ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে। অর্থাৎ আজকে আমরা তোমাদের জন্য ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের এইচএসসি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট বা সাজেশন আমাদের সামনে উপস্থাপন করব। আর তোমরা সকলেই জানো আমরা পুনর্বিন্যাসিতকৃত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর উপর ভিত্তি করে এই প্রশ্ন পত্র তৈরি করে থাক। তাই আমাদের মত এত সুন্দর সাজেশন অন্য কোথাও তোমরা নাও পেতে পারো।
তাই চলো, বেশি কথা না বলে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের যে ভূগোল বই রয়েছে। সেই বইয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মডেল টেস্ট বা সাজেশন সহ এইচএসসি প্রস্তুতি নেওয়া যাক-
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১.. মাউন্ট ইরেবাস কোন মহাদেশের একটি সক্রিয় আগ্নেয়গিরি?
(ক) অস্ট্রেলিয়া
(খ) অ্যান্টার্কটিকা
(গ) ইউরোপ
(ঘ) এশিয়া
নিচের উদ্দীপকটি পড়ো আর ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
সোহান তার ব্যবহারিক ক্লাসে একটি জ্যামিতিক আকৃতির মহাদেশের মানচিত্র দেখতে পেল। সে তার ভূগোল শিক্ষকের মাধ্যমে জানতে পারে এই মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়ন না ঘটায় প্রভাবশালী রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২.. সোহান কোন মহাদেশের মানচিত্র দেখেছিল?
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) ইউরোপ
(ঘ) ওশেনিয়া
৩.. উক্ত মহাদেশের প্রধান সমস্যা গুলো হল-
i. খাদ্যাভাব
ii. এইডস
iii. বর্ণবাদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪.. কোন মহাসাগর যুক্তরাজ্যকে তিন দিক ঘিরে রেখেছে?
(ক) প্রশান্ত
(খ) উত্তর আটলান্টিক
(গ) উত্তর মহাসাগর
(ঘ) ভারত
৫.. বাংলাদেশের পূর্বে ভারতের-
i. আসাম ও ত্রিপুরা
ii. ত্রিপুরা ও মিজোরাম
iii. মায়ানমার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৬.. 'প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ' মতবাদের মূল কথা হলো-
i. মানুষের বিবর্তন নিয়ে আলোচনা করা
ii. পৃথিবীর উপরিভাগের বিচরণকারী মানুষ স্বাধীন নয়
iii. মানুষের সকল প্রকার কর্ম ও ক্রিয়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৭.. জাপানের পার্লামেন্টের নাম কি?
(ক) নেসেট
(খ) ডায়েট
(গ) ফোকেটিং
(ঘ) সীম
নিচের উদ্দীপকটি পড়ো আর ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
মহিন সাহেব একজন ভূগোলবিদ। তিনি গবেষণার জন্য দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করেন। এতে তিনি লক্ষ্য করেন এক এক জায়গার মানুষের সাংস্কৃতি, কর্মকান্ড, জীবন জীবিকা, বাস স্থানের ধরন একেক রকম।
৮.. উক্ত উপাদান গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
(ক) প্রাকৃতিক
(খ) মানব
(গ) সামাজিক
(ঘ) পরিবেশ
৯.. মহিন সাহেব গবেষণার ক্ষেত্রে-
i. বই-পুস্তক থেকে তথ্য সংগ্রহ করেন
ii. নথিপত্র থেকে তথ্য সংগ্রহ করেন
iii. মাঠ পর্যায়ে থেকে তথ্য সংগ্রহ করেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১০.. উত্তর ভারতের প্রধান নদী কোনটি?
(ক) সিন্ধু
(খ) মহানন্দা
(গ) গঙ্গা
(ঘ) কাবেরী
১১.. দক্ষিণ কোরিয়া পশ্চিমে কোন সাগর অবস্থিত?
(ক) জাপান
(খ) কৃষ্ণ
(গ) ভূমধ্যসাগর
(ঘ) পীত
১২.. দক্ষিণ ভারতের নদী গুলো হল-
i. মহানদী
ii. কাবেরী
iii. নর্মদা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৩.. যুক্তরাজ্যে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান?
(ক) শাসনতান্ত্রিক রাজতন্ত্র
(খ) সংসদীয় গণতন্ত্র
(গ) সরকার প্রজাতন্ত্র
(ঘ) সংসদীয় সরকার
১৪.. জাপান রপ্তানি করে-
i. ইলেকট্রনিক্স দ্রব্যাদি
ii. ক্যামেরা
iii. রাসায়নিক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৫.. বাংলাদেশ ভারত সীমান্তের রেখার দৈর্ঘ্য কত?
(ক) ২৮০ কিলোমিটার
(খ) ৭১৬ কিলোমিটার
(গ) ৩১০ কিলোমিটার
(ঘ) ৩৭১৫ কিলোমিটার
উপরে আমরা তোমাদের এইচএসসি প্রস্তুতির জন্য ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন বা নৈব্যক্তিক উপস্থাপন করেছি। তোমরা নিজেরাই সেগুলির উত্তর তৈরি করার চেষ্টা করো। তারপর নিম্নে উপস্থাপিত উত্তর সঙ্গে নিজেদের উত্তর গুলিকে মিলিয়ে নাও।
উপরোক্ত বহুনির্বাচনী প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন গুলোর উত্তর হল:-
১ খ, ২ খ, ৩ ঘ, ৪ খ, ৫ ক, ৬ গ, ৭ খ, ৮ খ, ৯ ঘ, ১০ ক, ১১ ঘ, ১২ ঘ, ১৩ ক, ১৪ ঘ, ১৫ ঘ
উপরে তো তোমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন বা নৈব্যক্তিক প্রশ্নগুলোকে দেখতে পেলে, এখন তোমাদের সামনে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন গুলো তোমাদের সামনে উপস্থাপন করব।
সৃজনশীল প্রশ্ন (CQ)
১.. বরিশালের ছেলে সাজিদ ৫০০টি অঙ্গরাজ্য বিশিষ্ট একটি উন্নত দেশে উচ্চ শিক্ষার জন্য গিয়েছে। সে ওই দেশের উন্নত বসতি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা দেখে বিস্মিত হল।
ক. মানব ভূগোল কাকে বলে?
খ. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো ভূগোলের যে শাখার অন্তরভুক্ত তার শ্রেণীবিভাগ ব্যাখ্যা কর।
ঘ. সাজিদের নিজ ও গমনকৃত দেশ দুইটির ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ কর।
২.. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের কিছু শিক্ষার্থী এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ শিল্প উন্নত দেশটি ভ্রমণের সুযোগ পায়। দেশটির পৃথিবীব্যাপী উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত।
ক. দক্ষিণ কোরিয়ার প্রধান অর্থনীতি কাজ কোনটি?
খ. দেশ বলতে কী বোঝায়?
গ. শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশটি শিল্প ও শিল্প অঞ্চল সমূহ সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত দেশটি ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
৩.. দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি কৃষি প্রধান দেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং এর তিনদিকে ঘিরে রয়েছে অন্য একটি বৃহৎ দেশ।
ক. এশিয়া মহাদেশের অন্তর্গত বৃহত্তম দেশের নাম কি?
খ. মানব ভূগোলের শাখা হিসেবে অর্থনৈতিক ভূগোলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত দেশের সাথে সীমান্তবর্তী দেশের প্রধান প্রধান মানচিত্র অঙ্কনপূর্বক প্রশাসনিক অঞ্চল সমূহ চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকের উল্লেখিত দেশের সাথে সীমান্তবর্তী দেশের প্রধান প্রধান প্রশাসনিক বিষয়বালি তুলনামূলক বিশ্লেষণ কর।
৪.. ভূগোলের একটি বিশেষ শাখায় মানব সম্প্রদায়ের গঠন, বিন্যাস, বৃদ্ধি, বসতি, অভিগমন, জীবনযাপন প্রণালী, সাংস্কৃতি, সমাজ, ধর্ম, জনসংখ্যা, আইন, রাষ্ট্র কাঠামো, প্রভৃতি বিভিন্ন আঙ্গিকে আলোচিত হয়। তাই মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য এ বিষয়ে জ্ঞান থাকা আবশ্যিক।
ক. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
খ. মানব ভূগোলের অঞ্চলের ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ভূগোলের ইঙ্গিত কৃত শাখার বিষয়বস্তু ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ভূগোলের শাখা মানব জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে- এ বিষয়ে তোমার মতামত দাও।
তোমরা নিশ্চয়ই ভালোভাবে লক্ষ্য করে দেখেছো তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সাজেশন বা মডেল টেস্ট উপস্থাপন করেছি। এই মডেল টেস্ট টি অনুশীলন করার মাধ্যমে তোমরা খুব সহজেই এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে।
প্রতিদিন এই রকম এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট, এইচএসসি পরীক্ষার প্রশ্ন উত্তর, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র, এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নপত্র সহ বিভিন্ন ধরনের সংবাদ, খেলাধুলা, অনলাইনে ইনকাম, মোবাইল ইনফরমেশন, টিপস,ষস্বাস্থ্য ও রান্নাবান্নার আপডেট পাওয়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট কর।