প্রিয় শিক্ষার্থী আশা করি, তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। প্রথমেই আমার তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আগামীকাল সমস্যার কারণে আমরা তোমাদের জন্য অনলাইনে ভিত্তিক এইচএসসি প্রস্তুতির কোর্সের কোন মডেল টেস্ট বা সাজেশন আপলোড করতে পারিনি। তবে সমস্যা নেই আজকে আমরা তোমাদের জন্য আবারো নিয়ে এসেছি, বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের প্রশ্ন উত্তর, মডেল টেস্ট ও সাজেশন। আর তোমরা জানোই আমরা পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর ওপর ভিত্তি করেই তোমাদের এই সকল সাজেশন তৈরি করে থাকি। তাই আজকের এই প্রশ্ন বা সাজেশন তৈরীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
তাই চলো, বেশি কথা না বলে বাংলা প্রথম পত্রের গল্প অপরিচিতার গুরুত্বপূর্ণ সকল নৈব্যক্তিক ও সৃজনশীল দেখা যাক। এছাড়াও অপরিচিতা প্রশ্ন উত্তর, অপরিচিতা সাজেশন, অপরিচিতা মডেল টেস্ট, অপরিচিতা mcq গুলি দেখা যাক-
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১.. রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন কোন ধরনের গ্রন্থ?
(ক) কাব্যগ্রন্থ
(খ) গল্প গ্রন্থ
(গ) নাট্যগ্রন্থ
(ঘ) প্রবন্ধ গ্রন্থ
২.. অনুপমের বাবা কিভাবে প্রচুর টাকা রোজগার করেন?
(ক) ওকালতি করে
(খ) চিকিৎসা করে
(গ) ব্যবসা করে
(ঘ) শিক্ষকতা করে
৩.. অনুপমের মা কেমন পরিবারের মেয়ে?
(ক) গরিব
(খ) শিক্ষিত
(গ) মধ্যবিত্ত
(ঘ) অশিক্ষিত
৪.. শিল্পীর চেয়ে দোহারের গালা চড়া। অপরিচিতা গল্পে কোন চরিত্রের সাথে দোহারকে তুলনা করা যায়?
(ক) হরিশ
(খ) মামা
(গ) শম্ভুনাথ
(ঘ) বিনু
৫.. বিনুদাদা চমৎকার- এর স্থলে কি বলেন?
(ক) চলন সই
(খ) অসাধারণ
(গ) বিস্ময়কর
(ঘ) সাদামাটা
৬.. সুপুরুষ বটে- কে?
(ক) হরিশ
(খ) অনুপম
(গ) মামা
(ঘ) শম্ভুনাথ
৭.. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছে আমার নাই- এই উক্তিটির অন্তর্নিহিত অর্থ কোনটি?
(ক) ঠাট্টা মশকরা পছন্দ নয়
(খ) মশকরা করলে সম্পর্ক না রাখার ইঙ্গিত
(গ) অর্থের লেনদেনে আপত্তি
(ঘ) ইঙ্গিতে ইতি টানা
৮.. চন্দনার স্বামীকে আশীর্বাদ করতে ওরা বড় কাকা রঘুদাস শ্রীনগরে গিয়েছিল। অপরিচিতা গল্পে রঘু দাসের অনুরূপ চরিত্র হলো-
i. বিনু দাদা
ii. হরিশ
iii. অনুপমের পিসতুতো ভাই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৯.. বয়স বেশি হলেও অনুপমের মামার কল্যাণীকে পছন্দ করার কারণ-
i. মনের টাকার প্রতি লোভ
ii. বাবার একমাত্র উত্তর আধিকারি বলে
iii. রূপসী ও গুণবতী বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০.. অনুপমের মামার সেকরা দিয়ে কল্যাণের গয়না পরীক্ষা করার কারণ-
i. শম্ভুনাথ সেনের প্রতি অবিশ্বাস
ii. গয়না গুলা আসল কিনা যাচাই করা
iii. গয়নার পরিমান সম্পর্কে নিশ্চিত হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১১.. আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এ উক্তিটির অন্তর্নিহিত অর্থ হলো-
i. এবার তাহলে আসুন
ii. আপাতত সম্বন্ধ হচ্ছে না
iii. সীমাহীন বিনয় প্রকাশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিজের উদ্দীপকটি পড়ো আর ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বার আশ্বাস দিয়েছিলেন যে, যখন তাহার খুশি মেয়েকে লইয়া যাইতে পারিবেন। এই সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও নিতে পারেন নাই।
১২.. উদ্দীপকের শশুরের মনোভাব অপরিচিতা গল্পের শম্ভুনাথের চরিত্রের কোন কথায় প্রকাশিত?
(ক) সভায় নয়, এখানেই বসতে হবে
(খ) ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন
(গ) তবে আপনাদের গাড়ি বলিয়া দেই
(ঘ) একবার এই দিকে আসতে হচ্ছে
১৩.. উদ্দীপক ও অপরিচিত গল্পের সংশ্লিষ্ট চরিত্রের মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) কর্নার পিতাকে অব মূল্যায়ন
(খ) ধনী লোকের স্বেচ্ছাচারিতা
(গ) সমাজে নারীদের অবমাননা
(ঘ) যৌতুক প্রথার ভয়াবহতা
নিচের উদ্দীপকটি পড়ো আর ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়ার বিয়ে যৌতুকের জন্য প্রতিদিন তাকে মানসিক নির্যাতন করে। সে স্বামীকে বোঝানোর চেষ্টা করে, স্বামী কিছুতেই বুঝতে চায় না। তাই সে স্বামীকে তালাক দিয়ে গ্রামের স্কুলের শিক্ষকতা করে।
১৪.. রিয়া সাথে কার তুলনা করা যায়?
(ক) কল্যানীর
(খ) মাতিলদা
(গ) বিলাসির
(ঘ) আহ্লাদীর
১৫.. এ তুলনায় যৌক্তিক কারণ হিসেবে বিবেচ্য-
i. প্রতিবাদী মানসিকতা
ii. পেশাগত জীবন
iii. বৈবাহিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উপরোক্ত বহুনির্বাচনী প্রশ্ন গুলোর উত্তর হল:-
১ গ, ২ ক, ৩ ক, ৪ খ, ৫ ক, ৬ ঘ, ৭ ঘ, ৮ ক, ৯ ক, ১০ ঘ, ১১ ক, ১২ খ, ১৩ ক, ১৪ ক, ১৫ ক
সৃজনশীল প্রশ্ন (CQ)
১.. তৃষ্ণা ও কৃষ্ণ কয়েক বছর ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকারীরা জানে না দুজনের অন্তরের গভীর ক্ষত। তৃষ্ণাকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিলিস কৃষ্ণ। বছর চারেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের। পিতৃহীন কৃষ্ণ কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষে জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন তৃষ্ণা কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে কৃষ্ণ। বলে তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে তৃষ্ণা বলে কি দরকার এই তো বেশ আছি।
ক. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসি হাসলেন?
খ. মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুত্ব- উক্তিটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে কৃষ্ণ অপরিচিতা গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বুঝিয়ে দাও।
ঘ. এইতো বেশ আছি। তৃষ্ণার এই উক্তিতে অপরিচিতা গল্পে পরিণতি প্রতিফলিত হয়েছে- উক্তিটি মূল্যায়ন কর।
২.. টাঙ্গী রেল স্টেশনের পাশে এই টিন ও চাটাই দিয়ে তৈরি কিছু কুঁড়েঘর দাঁড়িয়ে আছে। সরু গলি পথ দিয়ে হাঁটতে হাঁটতে শফিক দেখতে পেল একজন শিক্ষিকা কিছু পথ শিশুকে পড়াচ্ছেন। শফিক কিছুক্ষণ অপলক দৃষ্টিতে শিক্ষিকার দিকে তাকিয়ে রইল। শিক্ষিকার পড়ানোর আকৃষ্ট করল। স্বাধীনচেতা ও ব্যক্তিত্ব সম্পন্ন এই নারীর সঙ্গেই বিয়ে করার কথা ছিল তার। শফিক ভাবে আর তখনি তার মনে পড়ে বিখ্যাত সেই গানের কলি। তুমি রবে নীরবে হৃদয়ে মম...।
ক. প্রদোষ শব্দের অর্থ কি?
খ. গাড়িতে জায়গা আছে- উক্তিটি দ্বারা কি বুঝানো হয়েছে?
গ. উদ্দীপকের ভাবধারা অপরিচিত গল্পে কতটুকু প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শিক্ষিকা অপরিচিতা গল্পের কল্যাণীর চরিত্রের প্রতিচ্ছবি- তোমার মদের সাপেক্ষে যুক্তি দাও।
৩.. উপজাতি অংমা মারমার স্বামীর জমি স্থানীয় প্রভাবশালীরা জাল দলিল করে দখল করে নেয়।তার স্বামী এর বিরুদ্ধে মামলা করলেও রায় পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে জমি ফিরে পেতে উপজাতি নারীদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তোলেন অংমা। এক একপর্যায়ে সেই জমি দখল নেন। এরপর থেকে তিনি অন্যান্য উপজাতি নারীর দুঃখ কষ্ট দূর করার জন্য দুর্বার আন্দোলন করে চলেছেন।
ক. অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কি দেখতে লাগলো?
খ. এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। অনুপমের এমন মনে হওয়ার কারণ কি? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের অংমা সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর কোন দিক দিয়ে সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
ঘ. সমাজের বৃহত্তর স্বার্থে নারীদের বলিষ্ঠ ভূমিকা খাটো করে দেখার কোন অবকাশ নেই। উদ্দীপক ও অপরিচিতা গল্পের আলোকে বিশ্লেষণ কর।
৪.. শুভজিৎ বাবুর একমাত্র কন্যা অহনা। অহনার জন্মের পর তার মায়ের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর শুভজিৎ বাবু আর বিয়ে করেননি। মেয়ে অহনাকে নিয়েই তার যত স্বপ্ন। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন। মেয়ের বয়স ১৮। তাই তিনি তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন অনেক চেষ্টার পর তিনি মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেয়েছেন। ছেলের নাম অজয়, সে পেশায় শিক্ষক। ছেলের বাবা ফণীভূষণ বাবু শিক্ষিত ও আধুনিক মানুষ প্রচলিত কুসংস্কার তার মনে স্থান পায়নি। তিনি যৌতুক প্রথার ঘোর বিরোধী। তিনি শুভজিৎ বাবুর মতো বেয়াই ও অহনা পুত্রবধূ পেয়েই খুশি।
ক. মেয়েটি হিন্দিতে কি বলিল?
খ. বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে- কে কাকে বলেছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের শুভজিৎ বাবুর সাথে কোন চরিত্রে সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
ঘ. উদ্দীপকের ভীরুভূষণ বাবুর চিন্তা চেতনা অপরিচিত গল্পে অনুপমের মামা চিন্তা-চেতনা সম্পূর্ণ বিপরীত- বিশ্লেষণ কর।
উপবে আমরা তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের, অপরিচিতা গল্পের কিছু গুরুত্বপূর্ণ নৈব্যক্তিক বা বহুনির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন সমন্বয়ে একটি মডেল টেস্ট বা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করেছি। এটিকে অনুসরণ করে এবং চর্চা করে তোমরা খুব সহজেই বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পটির এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।
প্রতিদিন এই রকম নিত্য নতুন এইচএসসি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইটে ভিজিট কর।