নতুন ভোটার হওয়ার জন্য আবেদনের ফরম ও কাগজপত্র। Nutun votar hoyar jorne frome o kagoj ptro.

আজকে আমরা "অল টিপস বাংলায়" এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা নতুন ভোটার হতে ইচ্ছুক এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাচ্ছি, কিন্তু আমরা জানিনা আবেদন করার জন্য কি কি কাগজ পত্র লাগবে। তাই আমরা আর আবেদন করতেও পারছিনা। আজকের এই পোষ্ট পড়ার পর আপনার এই দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। কেননা আজকে আমরা এই পোস্টে নতুন ভোটার হওয়ার জন্য এসব কাগজ পত্রের দরকার সেই সব সম্পর্কে আলোচনা করব। আর এর সাথে সাথে আমরা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার সময় যে, ফরমটি পূরণ করতে হয় সেই ফরমটিতে কি কি লিখতে হবে। এবং এই ফরমটি পূরণ করতে কি কি কাগজ পত্র লাগবে। সেটিও আমরা এই পোস্টে আলোচনা করব। অর্থাৎ আমরা এই পোষ্টের মাধ্যমে নতুন ভোটারদের অর্থাৎ নতুন ভোটার হতে আগ্রহী যারা। তাদের নতুন ভোটারের আবেদন করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন সেই সব কাগজপত্র ও আবেদন ফরম সম্পর্কে আলোচনা করব।

তার আগে বলে নেই ভোটার হওয়া সম্পর্কে অর্থাৎ আমরা যারা ভোটার না তারা জন্ম নিবন্ধন সনদ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কিন্তু অনেক সময় আমাদের ভোটার আইডি কার্ড না থাকায় অনেক ঝামেলায় পড়তে হয়। সে কারণেই আমরা বয়স হওয়ার সাথে সাথে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার জন্য মরিয়া হয়ে যায়। কিন্তু এই কাগজপত্র সম্পর্কে না জানার কারণে আমরা আবেদন করতে পারি না। আর আমরা আবেদন করার জন্য তারা হুরা করবই না বা কেনো। কেননা এই ভোটার আইডি কার্ড একজন ব্যক্তি নাগরিকত্বের প্রমাণ আর এই আইডি কার্ডের কত প্রয়োজন তা যারা আবেদন করতে চায় তারাই বুঝে। আর আমি জানি আপনিও বোঝেন, কেননা আপনার আইডি কার্ডের প্রয়োজন আর আপনি আবেদন করতে চাচ্ছেন, কিন্তু জানেনা কি কি কাগজপত্র লাগবে। তাই আবেদন করতে পারছেন না। আর তাই তো আমাদের এই পোস্টে ভিজিট করতে এসেছেন। তাই আপনি জানবেন না তো যে আইডি কার্ডের কত প্রয়োজন। তাই আপনার ধৈর্যের আর বিচ্যুতি না করে। চলুন, কি কি কাগজপত্র লাগবে সেই সব দেখে নেওয়া যাক।



নতুন ভোটার হওয়ার আবেদন করার জন্য যে সব কাগজ পত্রের দরকারঃ

১.. জন্ম নিবন্ধন সনদ- আবেদনকারীর অনলাইনে আছে এমন একটি জন্ম নিবন্ধন সনদের কপি। (বাধ্যতামূলক)

২.. শিক্ষাগত যোগ্যতার সনদ- আবেদনকারীর নিজের এসএসসি/ এইচএসসি/ সমমান পরীক্ষার সনদ। তবে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের কে এই সব কাগজপত্র জমা দেওয়া লাগবে না। অর্থাৎ তাদের এই সব কাগজ পত্রের প্রয়োজন নেই।

৩.. পিতা-মাতার এনআইডি কার্ড- আবেদনকারীর পিতা মাতার এনআইডি কার্ডের কপি। তবে পিতা-মাতার উভয়ের অথবা যে কারো মৃত্যু হলে তাদের মৃত্যু সনদ জমা দিতে হবে।

৪.. বৈবাহিক সনদ ও এনআইডি কার্ড- আবেদনকারীর বিবাহ হলে। আর পুরুষ হলে তার স্ত্রীর এনআইডি কার্ড, আর নারী হলে তার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি ও বিবাহের কাবিননামা/ বৈবাহিক সনদ আবেদনের সাথে জমা দিতে হবে।

৫.. রক্তের গ্রুপের পরীক্ষার রিপোর্ট- আবেদনকারীর রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এটি বাধ্যতামূলক নয় তবে দিতে পারলে ভালো।

৬.. প্রত্যায়ন পত্র- চেয়ারম্যান/ পৌর মেয়র/ ওয়ার্ড মেম্বার/ ওয়ার্ড কাউন্সিলরের থেকে নেওয়া প্রত্যায়ন পত্র।

৭.. নাগরিকত্ব সনদ- আবেদনকারীর নিজের নাগরিকত্বের সনদ। (বাধ্যতামূলক)

৮.. ইউটিলিটি বিলের কপি- নিজ বাড়ীর পানির বিলের/ বিদ্যুতের বিলের/ অথবা গ্যাসের বিল এর কপি। (বাধ্যতামূলক)

৯.. ট্যাক্স রশিদ- বাড়ির যে কোনো একজন কার নামে ধাকা চৌকিদারি ট্যাক্স রশিদ/ পৌর রশিদ/ অথবা বাড়ির ভাড়ার রশিদ। (বাধ্যতামূলক)

১০.. অঙ্গীকারনামা- যাদের বয়স অনেক বেশি হয়েছে, তাদের ক্ষেত্রে পূর্বে ভোটার হয়নি মর্মে এমন একটি অঙ্গীকারনামা।


আশা করছি আপনারা পুরো বিষয় টি সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। কি কি কাগজপত্র প্রয়োজন সেটি ও হয়তো ভালো ভাবে বুঝতে পেরেছেন। তারপরেও বলছি যদি কারো বুঝতে কোন সমস্যা হয়। তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে, আমাদের জানিয়ে দিবেন। আমরা আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।


এবারে আমরা দেখে নিব আবেদন ফরম পূরণ করার জন্য আমাদের কি কি তথ্যের প্রয়োজন হবে। আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন যে উপরে আমরা যে সব কাগজপত্র সম্পর্কে কথা বললাম সেগুলি নিশ্চয়ই এখানে লাগবে। হ্যাঁ আপনাদের বোঝাটা সত্যি সঠিক আবেদন ফরম আপনাদের ঐ সব কাগজপত্রের তথ্য গুলো ফরমে পূরণ করতে হবে। সেই ফর্মে থাকা তথ্য গুলোকে সিরিয়ালের মাধ্যমে যদি লিখি। তাহলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। সেই কথাকে মাথায় রেখে আমরা আপনাদের জন্য পিকচার আকারে সেই সম্পূর্ণ ফরম টি কে এখানে উপস্থাপন করেছি। যাতে আপনারা অরিজিনাল ফরম টি দেখতে কেমন হবে সেটি জানতে পারেন। এবং সুন্দর ভাবে সেই ফরম এ কি কি তথ্য লাগবে সেটিও বুঝতে পারেন। আর সেই জন্য আমরা নিম্নে সম্পূর্ণ ফরম টি পিকচার আকারে নিম্নে উপস্থাপন করলাম।





মনে রাখবেন আমরা এই ফরমটি বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ডের যে ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। তাই এখানে মিথ্যা বা ভলো
হবে এমন কিছুর কোন সন্দেহ নাই। আর আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাদের যদি কোন উপকার হয়ে থাকে, তাহলে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনাদের এই কমেন্ট আমাদের নিত্য নতুন পোস্ট আপলোড করতে অনুপ্রাণিত করে। আর আমরা পরবর্তীতে ন্যাশনাল আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন কিভাবে করতে হয় সেই সম্পর্কে পোস্ট নিয়ে আসার চেষ্টা করবো। ইনশাআল্লাহ

আর আমরা আমাদের এই ওয়েবসাইটে এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক মুলক পোস্টে আপলোড করে থাকি। যেমনঃ খেলাধুলা, খবর, টিপস, স্বাস্থ্য ও রূপচর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেকনিক্যাল, অনলাইন ইনকাম, ব্লগার, অ্যাডসেন্স, ও ইউটিউব সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা অল টিপস বাংলায় পোস্ট আপলোড করে থাকি।


Post a Comment

Previous Post Next Post

Contact Form