আজকে আমরা অল টিপস বাংলায় আলোচনা করব। মোবাইল ইনফরমেশন নিয়ে আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে মোবাইল ফোন আর আজকে আমরা শুধু মাত্র ১০ থেকে ১২ হাজার টাকার ভালো মোবাইল সম্পর্কে আলোচনা করব। যেখানে থাকছে স্যামসাং, শাওমি, অপ, ভিভো, ও রিয়ালমির মত মোবাইল ফোন।
আমাদের আলোচনার প্রথমেই থাকছে স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান মাত্র ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি A03 ফোন সম্পর্কে। স্যামসাং গ্যালাক্সি A03 ফোনটির অরজিনাল প্রাইস (দাম) বাংলাদেশি টাকায় ১১ হাজার ৯৯৯ টাকা। চলুন, আর কথা না বাড়িয়ে স্যামসাং গ্যালাক্সি A03 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফোনটিতে সফটওয়্যার হিসেবে থাকছেঃ অ্যান্ড্রয়েড এলিভেন।
ওজনঃ ১৯৬ গ্রাম
ডিসপ্লে স্কিনঃ ৬.৫" পিএলএস টিএফটি
রেজুলেশনঃ ৭২০×১৬০০ পিক্সেল
মেমরিঃ
ফোন দিতে অতিরিক্ত মেমোরি হিসেবে আপনার ব্যবহার করতে পারবেনঃ ২৫৬ জিবি
রেমঃ ৩ জিবি
রোমঃ ৩২ জিবি
প্রসেসরঃ অক্টোবর
ক্যামেরা-
ফোনের সামনের ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ৫ মেগাপিক্সেলের এর একটি ক্যামেরা
পিছনে থাকবে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
ব্যাটারি-
ক্যাপাসিটিঃ ৫০০০ এম্পিয়ার, লিথিয়াম পলিমার (non-removable) ব্যাটারি পারছেন আপনারা এই ফোনটির সাথে।
নেটওয়ার্ক-
নেটওয়ার্ক হিসেবে আপনারা পারছেন এই ফোনটির সাথে ৪ জি ও ৫ জি সেবা।
এছাড়াও ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ওয়াইফাই ডিটেক্টর, হটস্পট, ব্লুটুথ, ও ইউএসবি ম্যাক্রো টু পয়েন্ট জিরো।
ফোনটি মেনুফেকচার করে স্যামসাং, ফোনটি ফার্স্ট রিলিজ হয় মার্চ ২০২২ এ।
বর্তমানে বাজারে ফোনটি সম্পূর্ণ এভেলেবেল, ফোনটিতে রয়েছে ডুয়েল সিম সেটআপ।
এবারে আমরা আপনাদেরকে রিয়েলমি নারজো 50i সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা প্রদান করব। ফোটির বাংলাদেশ বাজার মূল্য ১০৯৯০ টাকা। ফোনটিতে সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড এলিভেন রিয়েলমি গো ইউআই।
ডিসপ্লে স্কিনঃ 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি
রেজুলেশনঃ 720×1600 পিক্সেলের
ওজনঃ 195 গ্রাম
প্রসেসর অক্টোবর
মেমোরি-
ফোনটিতে আপনারা অতিরিক্ত মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন 256 জিবি
রেমঃ 4 GB
রমঃ 64 GB
ক্যামেরাঃ সামনে 5 মেগাপিক্সেলের আর পেছনে 8 মেগাপিক্সেল
ব্যাটারিঃ ক্যাপাসিটি 5000 এম্পিয়ার
ইন্টারনেটঃ ইন্টারনেট সেবা আপনার ব্যবহার করতে পারবেন 4G ও 5G সেবা।
এছাড়াও রয়েছে ওয়াইফাই, হটস্পট, ও ব্লুটুথ এর মত সেবা।
এছাড়াও 10 থেকে 12 হাজার টাকার মধ্যে শাওমি রেডমি 10A 11 হাজার 999 টাকা,
ভিভো y15s 11 হাজার 990 টাকা,
সিম্ফোনি z45 10 হাজার 190 টাকা,
অপো A15 11990 টাকা,
ভিভো Y12s 11990 টাকা,
ইনফিনিক্স হট 11 প্লে 11 হাজার 490 টাকা,
স্যামসাং গ্যালাক্সি M10 10 হাজার 999 টাকা,
রিয়েলমি C 11 2021 11 হাজার 290 টাকা
ও স্যামসাং গ্যালাক্সি M02s 11 হাজার 999 টাকা।
এছাড়াও দেশের বাজারে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে অনেক ফোণ রয়েছে। একটি পোস্টে আমরা সব ফোন সম্পর্কে বলতে পারছিনা। তাই আরো নতুন নতুন ফোনের আপডেট পেতে আমাদের পরবর্তী মোবাইল ইনফরমেশন টিপস আপলোডের অপেক্ষায করুন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফোণ সম্পর্কে পোস্ট আপলোড করা হবে। ইনশাআল্লাহ