প্রয়োজনীয় ১০ টি টিপস এবং ট্রিক, যেগুলি সম্পর্কে জানলে আপনার জীবন হবে আরও সহজ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  আজকে আমরা অল টিপস বাংলা ওয়েবসাইটে আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।  আর আজকের পোষ্টের বিষয়বস্তু হলো টিপস এবং ট্রিক। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব অসাধারণ কয়েকটি টিপস যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের জীবনকে গড়ে তুলতে পারবেন আরো অনেক সহজ। অর্থাৎ আজকে আমরা আমাদের এই পোস্টে আপনাদের জন্য কয়েকটি টিপস উপস্থাপন করব যেগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে। আর সে টিপস গুলোকে অনুসরণ করার মাধ্যমে আপনারা আপনাদের কাজকে আরো সহজে এবং সুন্দর ভাবে সমাধান করতে পারবেন। আপনাদের পারিবারিক জীবনে অনেক ছোট খাটো কাজ করতে গিয়ে আপনারা অনেক সময় নানা বাধার সম্মুখীন হন। সেই সব বাধার থেকে উত্তীর্ণ হওয়ার উপায় ও বিভিন্ন ধরনের উপকার বা প্রয়োজনীয় টিপস আজকে এই পোস্টে উপস্থাপন করা হবে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সেই সব টিপস গুলোকে দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় ১০টি টিপস এবং ট্রিক, যেগুলি সম্পর্কে জানলে আপনার জীবন হবে আরও সহজ।

১। আমাদের বাসা বাড়িতে অনেক সময় ওই চড়ুই পাখি বাসা বাঁধতে চায়। আর আপনি যদি চান যে আপনার বাসাতে চড়ুই পাখি বাসা না বাঁধুক। তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে দুই-চার কার্পূর জ্বালিয়ে দিন। তাহলেই দেখতে পাবেন চড়ুই পাখি আর জীবনে আপনার ঘর মুখও হবে না।।

২। অনেক দিন ব্যবহার করার কারণে আমাদের গ্যাস স্টোবের বার্নারে ময়লা ঢুকে যায়। আর সেই ময়লাকে আপনি বাড়িতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। বাড়িতে পরিষ্কার করার জন্য অ্যালুমিনিয়াম বা লোহার বালটিতে ফুটন্ত জল নিন। এবং এতে দুই টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলিয়ে নিন। এবং বার্নার দুইটিকে তার মধ্যে দুই ঘন্টা চুবিয়ে রাখুন। তারপর ভালোভাবে ধুয়ে নিন।

৩। আপনার স্বাদের ব্যবহারিত গরম পোশাক বা সিল্কের পোশাক ধোয়ার পর এতে ইউক্যালিপটাস তেল মিশিয়ে নিন। তাহলে আপনার কাপড় পোকা কাটার ভয় থাকবে না এবং কাপড় উজ্জ্বল হবে। তবে এক বালতি পানিতে তেলের পরিমাণ হবে মাত্র দুই টেবিল চামচ।

৪। আপনার ব্যবহারিত উলের পোশাক ধোয়ার পর এক বালতি পানিতে আধা চামচ গ্লিসারিন দিয়ে তাতে আপনার কাপড়টি কে ডুবিয়ে রাখুন। এতে আপনার কাপড়টির অনেক দিন নরম ভাব বজায় থাকবে।

৫। অনেক সময়েই ছোট বাচ্চারা নিজেদের জামা কাপড়ে বমি করে দেয়। আর সেই বমির দুর্গন্ধ যদি কাপড়ে থেকে যায়। তাহলে কাপড় ধোয়ার পর আধা চামচ ব্রেকিং সোডা মিশিয়ে কাপড়টি কে ভালোভাবে ধুয়ে নিন। তাহলেই দেখতে পাবেন দুর্গন্ধ চলে গেছে।

৬। আমরা যারা কাপড় ইস্ত্রি করি, তারা কাপড় ইস্ত্রি করার সময় একটু পানির ছিটে দে।ই সেখানে পানির পরিবর্তে যদি আমরা কয়েক ফোঁটা পারফিউম ফেলে দেই। তাহলে ইস্ত্রি করার পর আমরা দেখতে পাবো আমাদের পুরো কাপড়টি সুগন্ধ যুক্ত হয়ে গেছে।

৭। আমরা সকলেই আমাদের মনের চাহিদা অনুসারে সুগন্ধি ব্যবহার করি। তবে এই সুগন্ধিকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য সেই সুগন্ধির শিশিকে কাপড় বা তুলা দ্বারা জড়িয়ে রাখা ভালো।

৮। ফ্লাক্সের ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করার জন্য ফ্লাক্সটিতে গরম পানি ঢেলে দিন। এবং কয়েক টুকরা কাগজ দিয়ে সেটাকে ঘন্টাখানেক রেখে দিন। এবং তারপর সেটিকে ভালোভাবে ঝাঁকিয়ে ভেতরের পানি গুলোকে ফেলে দিন।। তাহলেই দেখতে পাবেন ভিতরে যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে গেছে।

৯। অনেক সময় ভ্যাকুয়াম ফ্লাক্স দীর্ঘদিন ব্যবহারের জন্য সেটি দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য একটি ডিম ভেঙ্গে ফ্লাক্সের মধ্যে ফেলে দিন।

১০। আমাদের ব্যবহারিত অলংকারের তীক্ষ্ণ ও ধারালো প্রান্ত দ্বারা প্রায়ই আমাদের পোশাক ছিঁড়ে যায় বা সুতো উঠে যায়। এর থেকে বাঁচার জন্য সেই তীক্ষ্ণস্থানে ন্যাচারাল নেলপালিশ লাগিয়ে দিন। তাহলেই দেখতে পাবেন আপনার সেই অলংকারের বিভিন্ন প্রান্ত দ্বারা আর কাপড় ছিড়ছেনা।


উপরোক্ত দশটি টিপস এবং ট্রিক আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।  উপরোক্ত এই দশটি টিপস এবং ট্রিক আপনাদের এই ধরনের সমস্যার সমাধান করতে অনেক সহায়তা করবে। আপনারা এ ধরনের সমস্যা গুলোর সম্মুখীন হয়ে অনেক সময় হয়েছিলেন এবং এই সব করার জন্য হয়তো অনেক টাকা ও খরচ করেছেন। কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে ঘরোয়া উপায়ে এই ধরনের সমস্যা গুলো সমাধান করার উপায় উপস্থাপন করেছি।

আপনারা যারা সুন্দর রুচিশীল মানুষ রয়েছেন। তারা উপরোক্ত এই পোস্টটি থেকে অনেক উপকৃত হবেন।  কেননা উপরের তো এই পোস্টটি সুন্দর রুচিশীল মানুষদের বেশি দরকার। অনেকেই আছেন সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে চান। আবার অনেকেই আছেন পোশাকে সাথে সাথে নানা ধরনের সুগন্ধিও ব্যবহার করতে চান। এবং অনেকেই রয়েছেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান। এবং নিজের জামা কাপড় বাড়ির বিভিন্ন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান। তাদের জন্য উপরোক্ত এই পোস্টটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। কেননা আমরা উপরে বিভিন্ন ধরনের জামাকাপড় সঠিক ভাবে পরিষ্কার করা এবং কাপড়ে কিভাবে সুগন্ধি লাগানো যায় তার উপায় উপস্থাপন করেছি। এবং বিভিন্ন জিনিসপত্র কাপড় পরিষ্কার রাখার উপায়ও বলেছি তাই তারা এ পোস্ট থেকে অনেক উপকৃত হবে।

প্রতিদিন নিত্য নতুন এ রকম টিপস এবং ট্রিক পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন ঘুরে আসুন। আপনারা সকলে জানেন আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মূলক বিভিন্ন পোস্ট আপলোড করে থাকি। এছাড়াও আমরা শিক্ষা, স্বাস্থ্য, রূপচর্চা, মোবাইল ইনফরমেশন, ইসলামিক, সংবাদ, খেলাধুলা সহ বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করি থাকি। ভবিষ্যতেও আমরা এই ধরনের বিভিন্ন পোস্ট আপলোড করব। ইনশাআল্লাহ

Post a Comment

Previous Post Next Post

Contact Form