প্রিয় শিক্ষার্থীরা আশা করি, তোমরা আল্লাহর অশেষ রহমত ও দয়ায় ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নতুন একটি এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন বা মডেল টেস্ট নিয়ে হাজির হলাম। আর আজকের সাজেশন বা মডেল টেস্টের বিষয়বস্তু হলো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়। অর্থাৎ আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের মডেল টেস্ট বা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। আর তোমরা খুব ভালোভাবেই জানো আমরা পুনর্বিন্যাসিতকৃত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর উপর ভিত্তি করেই প্রশ্নপত্র তৈরি করে থাকি। তাই আজকের মডেল টেস্ট বা সাজেশনটি ও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর বাহিরে নয়।
এইচএসসি প্রস্তুতি ২০২২ | পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র | তৃতীয় অধ্যায়
এইচএসসি প্রস্তুতি ২০২২ | পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র | তৃতীয় অধ্যায়
তাই চলো, বেশি কথা না বলে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের মডেল টেস্ট, সাজেশন ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি ও চূড়ান্ত প্রস্তুতি এইচএসসি ২০২২ দেখে নেওয়া যাক-
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১.. মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য কি?
(ক) পরিবর্তনশীলতা
(খ) আপেক্ষিকতা
(গ) বিভিন্নতা
(ঘ) সামাজিক মাপকাঠি
২.. কোনটি রাজনীতিক মূল্যবোধ?
(ক) শ্রমের মর্যাদা
(খ) সত্য কথা বলা
(গ) অনুগত্য
(ঘ) দানশীলতা
৩.. সামাজিক মূল্যবোধ সমাজ জীবনে-
i. শৃঙ্খলা আনয়ন করে
ii. ঐক্য ব্যাহত করে
iii. ব্যক্তি ও সমাজের সম্বন্ধ নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪.. সুশাসন প্রতিষ্ঠায় কোনটির ভূমিকা ব্যাপক?
(ক) প্রথা
(খ) লোকাচার
(গ) লোক রীতি
(ঘ) মূল্যবোধ
৫.. সার্বভৌম শাসকের আদর্শই হল আইন- উক্তিটি কার?
(ক) জন লক
(খ) জন অস্টিন
(গ) অধ্যাপক হল্যান্ড
(ঘ) উড্রো উইলসন
৬.. শাসনতান্ত্রিক আইন কোথায় উল্লেখ থাকে?
(ক) ধর্মগ্রন্থে
(খ) দলিলে
(গ) চুক্তিপত্রে
(ঘ) সংবিধানে
৭.. কোনটি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে?
(ক) মূল্যবোধ
(খ) নৈতিকতা
(গ) লোকাচার
(ঘ) প্রথা
৮.. স্বাধীনতার রক্ষাকবচ-
i. আইনের শাসন
ii. বিচারবিভাগ
iii. সদা সতর্ক জনমত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৯.. সুযোগ সুবিধার সমতাকে কি বলা হয়?
(ক) আইন
(খ) স্বাধীনতা
(গ) সাম্য
(ঘ) মূল্যবোধ
১০.. আইন কিসের নিয়ন্ত্রক ও রক্ষক?
(ক) স্বাধীনতার
(খ) নৈতিকতার
(গ) মূল্যবোধের
(ঘ) রীতিনীতির
১১.. গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সকল ক্ষমতার উৎস?
(ক) মন্ত্রিসভা
(খ) আমলাতন্ত্র
(গ) জনগণ
(ঘ) বিচারক গণ
১২.. কি রূপ শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়?
(ক) রাজনীতিক
(খ) স্বৈরতান্ত্রিক
(গ) গণতান্ত্রিক
(ঘ) একনায়কতান্ত্রিক
১৩.. কোনটি আইনের মাধ্যমে স্বাধীনতা ও সাম্যের পরিবেশ তৈরি করে থাকে?
(ক) পরিবার
(খ) সমাজ
(গ) সংঘ
(ঘ) রাষ্ট্র
নিজের উদ্দীপকটি পরো এবং ১৪ ও ১৫ প্রশ্নের উত্তর দাও:
নাহার কলেজে যাওয়ার পথে কিছু বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করত। সে বিষয়টি তার পরিবারকে জানাই এবং তার বাবা-মা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে।
১৪.. স্থানীয় প্রশাসন কি ভূমিকা রাখতে পারে?
(ক) নিরাপত্তার ব্যবস্থা নিবে
(খ) আইনানুগ ব্যবস্থা নিবে
(গ) সচেতনতা বাড়াবে
(ঘ) শিক্ষার হার বৃদ্ধি করবে
১৫.. নাহারের যে ধরনের স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে তা হলৌ-
i. সামাজিক
ii. ব্যক্তিগত
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উপরে আমরা পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি নৈর্ব্যক্তিক মডেল টেস্ট বা সাজেশন দেখতে পেলে। এবারে তোমাদের জন্য নিম্নে নৈব্যক্তিক মডেল টেস্ট টির উত্তরপত্র গুলো উপস্থাপন করা হবে। তোমরা নিজেদের উত্তরের সঙ্গে সঠিক উত্তর গুলোকে মিলিয়ে নাও।
উপরোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর হল:-
১ ক, ২ গ, ৩ খ, ৪ ঘ, ৫ খ, ৬ ঘ, ৭ খ, ৮ ঘ, ৯ গ, ১০ ক, ১১ গ, ১২ গ, ১৩ ঘ, ১৪ খ, ১৫ ক
এখন নিম্নে আমরা তোমাদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের সৃজনশীল গুলি নিম্নে উপস্থাপন করছি।
সৃজনশীল প্রশ্ন (CQ)
১.. আলতাব হোসেন একজন জনদরদি মানুষ। মানুষের কল্যাণে তিনি কাজ করেন। সমাজের সকলেই তাকে ভালবাসে। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হলে সমাজের সর্বস্তরের জনগণ তার পাশে এসে দাঁড়ায়।
ক. আইন কি?
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত মূল্যবোধ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
২.. রহিম ও করিমের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। একদিন রহিম তার লোকজন নিয়ে করিমের উপর হামলা করে। রহিমকে প্রধান আসামি করে করিম আদালতে মামলা দায়ের করে। আদালত রহিমকে শাস্তি দেয়।
ক. বিচার বিভাগ কি?
খ. সংবিধানিক আইন বলতে কী বোঝায়?
গ. রহিম কোন আইনের শাস্তি পায়? ব্যাখ্যা কর।
ঘ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে বর্ণিত আইন ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
৩.. বিলকিছ বেগম এবং তার স্বামী আরজু মিয়া সিলেটের ভোলাগগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পাথর উত্তোলনের কাজ করে। দিনশেষে মজুরি দেওয়ার সময় আরজু মিয়াকে দেওয়া হয় ৫০০ টাকা এবং বিলকিছ বেগমকে ৪০০ টাকা। এই বিষয়টি নিয়ে সোনিয়া প্রতিবাদ করে।
ক. মূল্যবোধ কি?
খ. মানুষ আইন মান্য করে কেন?
গ. উদ্দীপকে বিলকিছ বেগম কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি ছাড়া স্বাধীনতা অর্থহীন- ব্যাখ্যা কর।
৪.. গত দুই বছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে "ম" এর পরিবারের সকল সদস্যবৃন্দ অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতেন না এবং তারা সকলেই নিজেদের যাবতীয় প্রয়োজন গুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে ঐক্যমত্যের ভিত্তিতে পরিবারে মিটিয়ে নিতেন।
ক. সহমর্মিতা কি?
খ. অধিকার বলতে কি বোঝায়?
গ. উদ্দীপকে পরিবারের মধ্যে কোন ধরনের মূল্যবোধ জাগ্রত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উপরে তোমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট, সাজেশন, বহুনির্বাচনী প্রশ্ন বা নৈব্যক্তিক প্রশ্ন গুলোর দেখতে পেয়েছ। আর এর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়েছ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল। এই গুলোকে অনুশীলন করার মাধ্যমে তোমরা খুব সহজেই পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের প্রস্তুতি নিতে পারবে।
প্রতিদিন এমন এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট বা সাজেশন পাওয়ার জন্য নিয়মিত আমাদের অল টিপস বাংলা ওয়েবসাইটে ভিজিট করো।