বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি প্রযুক্তির নাম হল স্মার্টফোন। যা মূলত কম বেশি সকলের কাছেই রয়েছে। আর এই মোবাইল ফোন ছাড়া অনেক মানুষের এক মিনিট সময়ও কাটে না। আর এই মোবাইল ফোন দিয়েই আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারি। কথা বলা থেকে শুরু করে খেলাধুলা, ইন্টারনেট ব্যবহার, বিভিন্ন ধরনের অনলাইনে কাজ, অনলাইনে মাধ্যমে শপিং করা সহ বিভিন্ন কাজ করতে পারি। তবে এটি ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশের সবচেয়ে শীর্ষ সিম কার্ড গুলির বিভিন্ন কোড। আর যারা স্মার্টফোন বা মোবাইল ফোন ব্যবহার করেন তারা সকলেই জানেন সিম কোম্পানির নির্ধারিত এই কোড গুলি মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রয়েছি, যারা সিম কোম্পানির নির্ধারিত এই সব কোড গুলিকে মনে রাখতে পারি না বা জানি না। এ কারণে আমরা অনেক সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তাই আজকে আমরা আপনাদের সামনে বিভিন্ন কোম্পানির এই সব কোড গুলিকে উপস্থাপন করব। যে কোড গুলোর মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল নাম্বার, টাকা, মিনিট, মিনিট চেক সহ বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে বাংলাদেশের শীর্ষ ৫ টি সিম কোম্পানির নির্ধারিত সেই সব কোড গুলোকে জেনে নিন।
বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কোড সমূহঃ
বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কোড সমূহঃ
আজকের এই পোস্টটি পড়লে আপনারা যেসব বিষয় সম্পর্কে অবগত হবেন। তার সংক্ষিপ্ত একটি বিবরণ নিম্নে উপস্থাপন করা হলোঃ
- সকল সিমের (নিজের ফোনের) নাম্বার দেখার বা চেক করার কোড জানতে পারবেন।
- সকল সিমের মিনিটের অফার চেক করার কোড ও মিনিট চেক করার কোড সম্পর্কে জানতে পারবেন।
- সকল সিমের ইন্টারনেট অফারের কোড ও ইন্টারনেট ব্যালেন্স এর কোড সম্পর্কে জানতে পারবেন।
- সকল সিমের ব্যালেন্সের কোড সম্পর্কে জানতে পারবেন।
- সকল সিমের মিসকল এলার্ট চালু ও বন্ধ করার কোড সম্পর্কে জানতে পারবেন।
- সকল সিমের ইন্টারনেট সেটিং বা হ্যান্ডসেট সেটিং এর কোড সম্পর্কে জানতে পারবেন।
- ব্যালেন্স না থাকলে কিভাবে রিকুয়েস্ট কল দিতে হবে তার কোড সম্পর্কে জানতে পারবেন।
- MMS দেখার কোড FNF এর কোড FNF এ অ্যাড করার কোড FNF থেকে ডিলিট করার কোড সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে আমাদের এই পোস্টে আজকে আপনারা জানতে পারবেন।
আরো পড়ুনঃ যে ৮ টি আফসোস জীবনে কখনও রাখা উচিত নয়।
বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর কোম্পানি হচ্ছে গ্রামীণফোন। এই কোম্পানির বর্তমান ব্যবহারকারী সংখ্যা ৭ কোটি ৬৮ লক্ষ। আর এত বেশি ব্যবহারকারী হওয়ার মূল কারণ হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতে এই কোম্পানির সিম গুলির নেটওয়ার্ক অনেক ভালো মানের। এ কারণে এই সিমটির জনপ্রিয়তা বর্তমান সময়ে আকাশচুম্বি। আর এর কারণেই বাংলাদেশের ব্যবহৃত সিম গুলির প্রায় অর্ধেক ইউজার এই গ্রামীণফোন ব্যবহার করে থাকেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটির জনপ্রিয়তা হওয়ার কারণে প্রত্যন্ত এলাকাবাসী এটির কোড সম্পর্কে বেশি একটা জানেনা। এ কারণেই তারা প্রতি বছর হাজার হাজার বার অনলাইনে গ্রামীণফোনের প্রয়োজনীয় কোড সম্পর্কে অনুসন্ধান করে থাকেন। তাই নিচে আমরা আমাদের গ্রামীণফোনের প্রয়োজনীয় কোড গুলোকে আপনাদের জন্য সুন্দর ভাবে উপস্থাপন করা হলো-
- গ্রামীণফোনের নিজের নাম্বার দেখার কোড *2#
- গ্রামীণফোনের ব্যালেন্স চেক করার কোড *566#
- গ্রামীনফোনের এমবি MB অথবা ডাটা আছে কিনা এটি চেক করার কোড *121*1*2# বা *121*1*4# বা *121*4#
- গ্রামীন সিমের মিনিট দেখার কোড *121*1*2#
- গ্রামীণফোনের ইন্টারনেট অফার বা মিনিট অফার দেখার কোড*121*1*6#
- গ্রামীন সিমের এসএমএস SMS দেখার কোড *121*1*2#
- গ্রামীন সিমের এমএমএস MMS দেখার কোড *121*1*2#
- গ্রামীন সিমের ইন্টারনেট সেটিং বা হ্যান্ডসেট সেটিং পাবার কোড *121*1#
- এছাড়াও গ্রামীণ সিমের যদি আপনারা মিসকল এলার্ট সার্ভিস চালু করতে চান। তাহলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START MCA লিখে 6222 নাম্বারে এসএমএস টি সেন্ড করুন। এবং মিস কল এলার্ট সার্ভিসটি বন্ধ করার জন্য আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন STOP MCA লিখে 6222 নাম্বারে পূর্বের নেয় আবারো সেন্ড করুন।
- গ্রামীনফোনের মিনিট কিনতে যে কোড এ ডায়াল করবেন
- গ্রামীন সিমের এমবি (MB) কেনার কোড *121*3#
- গ্রামীন সিমের এফএনএফ ডিলিট (FNF delete) এর কোড *121*1*5*3#
- গ্রামীন সিমের এফএনএফ এড (FNF add) করার কোড *121*1*5*1#
- গ্রামীন সিম থেকে অন্য নাম্বারে রিকুয়েস্ট কল দেওয়ার কোড *123*নাম্বার#
- গ্রামীন সিমের পরিবর্তন এফএনএফ (FNF) কোড *121*1*5*5#
- সুপার এফএনএফ (Supper FNF) ডিলিট করার কোড *121*1*5*3#
- জিপি বা গ্রামীণফোন কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার কোড 121
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর এর নাম হলো রবি। এই কোম্পানিটির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯০ লক্ষ। আর এর জনপ্রিয়তা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাচ্ছে। তবে অনেকেই এর বিভিন্ন প্রয়োজনীয় কোড গুলি সম্পর্কে অবগত নন। তাদের জন্য আমরা নিম্নে এর বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোড গুলিকে উপস্থাপন করলাম-
- রবি সিমের নিজের নাম্বার দেখার কোড *2#
- রবি সিমের ব্যালেন্স দেখার কোড *222#
- রবি সিমের এমবি MB বা ডাটা দেখার কোড *8445*88#
- রবি সিমের মিনিট দেখার কোড *222*3#
- রবি সিমের ইন্টারনেট বা মিনিট প্যাকেজ দেখার কোড *140*14#
- রবি সিমের এসএমএস SMS দেখার কোড *222*11#
- রবি সিমের এমএমএস MMS দেখার কোড *222*13#
- রবি সিমের ইন্টারনেট সেটিং বা হ্যান্ডসেট সেটিং পাওয়ার কোড *140*7#
- এছাড়াও আপনারা যদি রবি সিমে মিস কল এলার্ট সার্ভিসটি চালু করতে চান। তাহলে এসএমএস SMS অপশনে গিয়ে লিখুন ON লিখে পাঠিয়ে দিন 8272 নাম্বারে। এই সার্ভিসটি বন্ধ করার জন্য এসএমএস SMS অপশনে গিয়ে টাইপ করুন OF লিখে পাঠিয়ে দিন 8272 নাম্বারে। তাহলে এটি আগের মত আবার পুনরায় বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি হল বাংলালিংক। যার গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটির কাছাকাছি। তবে বর্তমান সময়ে এর গ্রাহক সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, এর মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে তাদের ইন্টারনেট স্পিড। আর আগে থেকে এখন অনেক বেশি স্পিড এ কারণেই গ্রাহকরা মূলত তাদের এই সিম ক্রয় করতেছে। তবে যারা নতুন গ্রাহক রয়েছে তারা এই সিমটি নিয়ে অনেক সময় নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে। এর কারণ হলো তারা এই অপারেটরের নির্ধারিত কোড গুলি জানে না। তবে সমস্যা নেই আজকে আমরা এই পোস্টের আপনাদের জন্য নিয়ে এসেছি banglalink সিমের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সব কোড গুলি। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে সে সব কোড গুলোকে দেখে নেওয়া যাক-
- বাংলালিংক সিমের নিজের নাম্বার দেখার কোড *511#
- বাংলালিংক সিমের ব্যালেন্স TK দেখার কোড *124#
- বাংলালিংক সিমের এমবি MB বা ডাটা দেখার কোড*124*5#
- বাংলালিংক সিমের মিনিট দেখার কোড *124*2#
- বাংলালিংক সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাক দেখার কোড*125#
- বাংলালিংক সিমের এসএমএস SMS দেখার কোড *124*3#
- বাংলালিংক সিমের এমএমএস MMS দেখার কোড *124*2#
- বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিং বা হ্যান্ডসেট সেটিং পাওয়ার উপায় All লিখে 3343 ডায়াল করুন।
- এছাড়াও বাংলালিংক সিম এর যদি আপনারা মিসকল এলার্ট সার্ভিস চালু করতে চান। তাহলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START লিখে পাঠিয়ে দিন 622 নাম্বারে। এবং এই সার্ভিসটি যদি আপনারা বন্ধ করতে চান। সে ক্ষেত্রেও আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন STOP লিখে পাঠিয়ে দিন 622 নাম্বারে।
বাংলাদেশের দ্বিতীয় মোবাইল অপারেটর কোম্পানি রবির সঙ্গে যৌথভাবে কাজ করছে এয়ারটেল। শুরুর দিকে এই সিমকে মানুষ airtel warid নামে চিনতো। তবে পরবর্তীতে ওয়ারিদ রবির কাছে সমস্ত ব্যবসা বিক্রি করার ফলে এদের নাম পরিবর্তন হয়ে হয়ে যায় এয়ারটেল। এবং রবির সাথে যুক্ত হওয়ার পর এর গ্রাহক সংখ্যা ও বৃদ্ধি পেতে থাকে। যেহেতু বর্তমানে সময়ে এয়ারটেলের অধিক সংখ্যক গ্রাহক বৃদ্ধি পেয়েছে এ কারণে অনেক নতুন গ্রাহক এর প্রয়োজনীয় কোড সম্পর্কে অবগত নন। যার কারণে তারা নানা সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। এর সমাধান হিসেবে আজকে আমরা তাদের জন্য নিয়ে এসেছি এয়ারটেল সিমের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপস্থাপন করা হলো-
- এয়ারটেল সিমের নিজ নাম্বার দেখার কোড *2#
- এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোড *778#
- এয়ারটেল সিমের এমবি MB বা ডাটা দেখার কোড *778*5# বা *778*4#
- এয়ারটেল সিমের মিনিট দেখার কোড *778*5# বা *778*8#
- এয়ারটেল সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
- এয়ারটেল সিমের এসএমএস SMS দেখার কোড *778*2#
- এয়ারটেল সিমের এমএমএস MMS দেখার কোড *778*13#
- এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিং বা হ্যান্ডসেট সেটিং পাবার কোড *140*7#
- আপনারা যদি এয়ারটেল সিমে মিস এলার্ট সার্ভিস চালু করতে চান। তাহলে কোডটি ব্যবহার করবেন সেই কোডটি হল *121*2*4#
- এয়ারটেল সিমের মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড *121*3*4#
- এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের কোড 121
- এয়ারটেল সিমে request call দেওয়ার কোড *121*5#
টেলিটক বাংলাদেশের একমাত্র মোবাইল অপারেটর যা সরকারি ভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ বাংলাদেশ সরকারের একমাত্র সরকারি মোবাইল অপারেটর হচ্ছে টেলিটক। যা সত্যি বাংলাদেশের মানুষের কাছে একটি গর্ভের বিষয়। তবে এটি গর্ভের বিষয় হলেও টেলিটকের নেটওয়ার্ক কিন্তু বর্তমান সময়ে ব্যবহার উপযোগী নয়। তবে ২০২১ সালে বাংলাদেশ সরকারের ট্রাক যোগাযোগ মন্ত্রী মোঃ মোস্তফা জব্বার ঘোষণা করেন যে, দ্রুতই টেলিটক ফোরজি নেটওয়ার্কের আওতায় অন্তর্ভুক্ত হবে। এরপর থেকেই টেলিটকের গ্রাহক সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে এই সিমটি দিয়ে সরকারি অনেক সেবা প্রদান করা হয়। তবে যারা নতুন ব্যবহার ব্যবহারকারী রয়েছে তারা এবং যারা পুরাতন রয়েছে তাদের মধ্যেও অনেকে এর গুরুত্বপূর্ণ বিভিন্ন কোড সম্পর্কে অবগত নয়। যার কারণে তারা মাঝে মধ্যেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা থেকে আপনাদেরকে উত্তীর্ণ করার জন্য আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টেলিটক সিমের গুরুত্বপূর্ণ কোড সমূহ কে। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে সেসব কোড গুলোকে দেখে নেওয়া যাক-
- টেলিটক সিমের নিজের নাম্বার দেখার জন্য আপনারা মোবাইল অপশনে গিয়ে টাইপ করুন TAR লিখে সেন্ড করুন 222 নাম্বারে।
- টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড *152#
- টেলিটক সিমের এমবি MB বা ডাটা দেখার কোড *152#
- টেলিটক সিমের মিনিট দেখার কোড *778*5# বা *778*8#
- টেলিটক সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
- টেলিটক সিমের এসএমএস SMS দেখার কোড *152#
- টেলিটক সিমের এমএমএস MMS দেখার কোড *152#
- টেলিটক সিমের ইন্টারনেট সেটিং বাই হ্যান্ডসেট সেটিং পেতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস ই টি SET লিখে পাঠিয়ে দিন ৭৩৮ নাম্বারে
- এছাড়াও আপনারা যদি টেলিটক সিমে মিসকল এলার্ট সার্ভিস চালু করতে চান সেক্ষেত্রে আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরইজি REG লিখে 2455 নাম্বারে সেন্ড করুন।
- মিসকল এলার্ট সার্ভিসটি বন্ধ করার জন্য আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সি এ এন CAN লিখে সেন্ড করুন ২৪৫৫ নাম্বারে
- টেলিটক সিমের ফ্রি এমবি MB ব্যালেন্স দেখার কোড*152#
- টেলিটক সিমের কাস্টমার কেয়ার কোড 121
আশা করছি, উপরে উপস্থাপিত বাংলাদেশের শীর্ষ পাঁচটি মোবাইল অপারেটরের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কোড গুলি আপনাদের অনেক কাজে আসবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি, উপরের এই কোড গুলো ব্যবহারের মাধ্যমে আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। এখন আপনারা উপরের এই কোড গুলিকে ব্যবহার করে বাংলালিংক, গ্রামীণ সহ যে পাঁচটি সিমের কোড আমরা উপস্থাপন করেছি। সেই সব সিমের প্রয়োজনীয় জিনিস যেমন: এসএমএস, এমএমএস, এমবি দেখা, এমবির অফার দেখা, মিসকল এলার্ট সার্ভিস বন্ধসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
প্রতিদিনই এমন নতুন নতুন টিপস মুলক পোস্ট পাওয়ার জন্য আপনাদের আমাদের "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিসিট করুন। এতক্ষণ ধৈর্য সহকারে এই পোষ্ট পড়ার জন্য আপনাদের সকলকে "অল টিপস বাংলা" ওয়েবসাইট থেকে জানানো যাচ্ছে, আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।