২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন শুরু, আবেদনের নিয়ম। Stipend 2023

শিক্ষা মন্ত্রণালয় দারিদ্র্য, মেধাবী এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করে থাকেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ২০২৩ সালের অনুদান প্রদান করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষার্থীরা বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদনে আবেদন করার জন্য যোগ্যতা হলো ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পরীক্ষা পর্যন্ত। এক কথায় বলা যায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত।

আবেদন করতে কোন প্রকার টা*কা পয়*সা লাগবে না। তাই শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা আজ শিক্ষার্থীদের আবেদনের সমস্ত তথ্য সরবরাহ করব এই পোস্টের মাধ্যমে।



অনুদান বৃত্তির আবেদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই অনুদান পাওয়ার অযোগ্য ছাত্র ছাত্রীরা ও এই আবেদন এ আবেদন করে থাকে। কিন্তু যোগ্য ছাত্র ছাত্রীদের বৃত্তি বা অনুদান দেওয়া হয়। শিক্ষা বিভাগ এখানে আর্থিক অনুদানের আবেদনের নিয়ম সম্পর্কেও অনলাইনে বিজ্ঞপ্তি দিয়েছে।

শিক্ষার্থীদের অবশ্যই একটি মাই গভর্নমেন্ট বিডি (mygov.bd) একাউন্ট খুলে আবেদন করতে হবে। সেখানে তার সমস্ত তথ্য সঠিক ভাবে প্রদান করতে হবে এবং পরবর্তী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।


আবেদনের সময় শিক্ষার্থীদের অনেক তথ্য দরকার এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ছাত্র-ছাত্রীর নাম উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা অভিভাবকদের নাম, শিক্ষার্থীর পিতা-মাতার নাম, শিক্ষার্থীর পিতা-মাতা জাতীয় পরিচয় পত্র, শিক্ষার্থীদের অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার, শিক্ষার্থী যে ক্লাসে অধ্যয়ন করেন তার প্রশংসা পত্র ও শিক্ষার্থীর জন্ম তারিখ।

অনুদানের টাকাটি মূলত নগদ একাউন্টের মাধ্যমে প্রেরণ করা হবে। তাই আবেদন করার সময় অবশ্যই আপনার নগদ একাউন্টের নাম্বার উল্লেখ করবেন।

এছাড়া ও শিক্ষার্থীর বাসবাসের স্থান এবং শিক্ষাগত পাঠভূমির তালিকা ভুক্ত করতে হবে। ছাত্র ছাত্রী কোন ক্লাসে পড়ছেন তাও অন্তর্ভুক্ত করতে হবে। সর্বশেষ শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেট এর একটি ছবি এখানে সংযুক্ত করতে হবে।  অর্থাৎ আপনি সর্বশেষ যে বিদ্যালয়ে অধ্যায়ন করেছেন, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে একটি প্রশংসা পত্র গ্রহণ করতে হবে। এবং সেটির ছবিকে প্রদান করতে হবে।

শিক্ষার্থীর প্রতিবন্ধী ও দারিদ্র হলে এর প্রমাণ দাখিল করতে হবে।  অতএব শিক্ষার্থীর অনলাইনে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবে। এখানে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে, শিক্ষার্থীকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। সেই সংখ্যায় শিক্ষার্থীরা পরে দেখতে পারবে তার আবেদন কত দূর সম্পূর্ণ হয়েছে। এরপর শিক্ষার্থীরা অন্য কিছু কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এই ট্রাকিং নাম্বার দিয়ে।

উপরোক্ত কার্যক্রম গুলির সঠিকভাবে সম্পন্ন করলে যখন অনুদান প্রদান করা হবে তখন এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আর্থিক অনুদান পেয়েছেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form