ইন্টারনেট শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। কেননা বর্তমান সময়ে ইন্টারনেটের প্রয়োজনীয়তা বলে শেষ করার মত নয়। কেননা এই ইন্টারনেটের সাহায্যে আমরা এমন কিছু কাজ করতে পারি যা শুধু অতীতে ছিল কল্পনা মাত্র। আর এই ইন্টারনেটের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সার্চ করা। বিভিন্ন মাধ্যমে সাহায্যে ইন্টারনেটে আমরা সকলে কম বেশি তথ্য সার্চ করে থাকি। ইন্টারনেট সার্চ সত্যিই একটি মজাদার বিষয়। কেননা নিজের ইচ্ছামত আমরা ইন্টারনেটে সার্চ করতে পারি এতে রয়েছে যেমন গোপনীয়তা, তেমনি রয়েছে খুব কম সময়ের মধ্যে নিজের প্রয়োজনীয় তথ্যকে খুঁজে বের করার উপায়। অর্থাৎ আমরা ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যায় আমাদের প্রয়োজনীয় সব তথ্য। তবে বর্তমান সময়ে একটি তথ্য সামনে এসেছে। যেটি মূলত মেয়েদেরকে নিয়ে। আর এই তথ্যটি হলো মেয়েরা গোপনে ইন্টারনেটে যে ১০ টি বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করে। আর সেই তথ্য গুলো পড়লে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তাই চলুন, দেখে নেওয়া যাক মেয়েদের ইন্টারনেটে সার্চ করা ১০ টি বিষয়-
সময় পেলেই মেয়েরা গোপনে ইন্টারনেটে যে ১০ টি বিষয় নিয়ে সার্চ করেঃ-
সময় পেলেই মেয়েরা গোপনে ইন্টারনেটে যে ১০ টি বিষয় নিয়ে সার্চ করেঃ-
১.. ওজন কমানোর উপায়ঃ আপনি জানলে অবাক হবেন যে, অনলাইনে বিক্রি হওয়া ওজন কমানোর ঔষধ গুলির মধ্যে ৫০ শতাংশ ওষুধে কিনে মেয়েরা। গুগল সার্চ বলছে মেয়েরা সহজে দেহের ওজন কমানোর উপায়। গুগলে অত্যাধিক সার্চ করে থাকে। আর ওজন কমানোর ঔষধ গুলি মূলত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কিনে থাকে। ফলে সেখানে গুগলে সার্চ অপশনের প্রথমেই থাকে ওজন কমানোর উপায় সংক্রান্ত সার্চ অপশন গুলি।
২.. ভালো বেতনের চাকরির খবরঃ যে সকল মেয়েরা স্বনির্ভর হতে চায়। তারা গুগলে সব থেকে বেশি চাকরির খোঁজ করে থাকে। তারা কোথায় ভালো চাকরি পাওয়া যাবে, কোথায় ভালো বেতন পাওয়া যাবে, এই সব বিষয় নিয়ে google এ অত্যাধিক সার্চ করে থাকে। google থেকে পাওয়া তথ্য অনুসারে মেয়েদের গুগোলে চাকরির জন্য সার্চ এর প্রবণতা অত্যাধিক বেড়ে গেছে বলে জানা গেছে।
৩.. শ্যাম্পু করার টিপসঃ চুলের শ্যাম্পু করার সম্পর্কে মহিলারা গুগলে অত্যাধিক সার্চ করে থাকে। তারা গুগলে সার্চ করে কতদিন পর পর শ্যাম্পু ব্যবহার করা উচিত, কিভাবে শ্যাম্পু ব্যবহার করা উচিত, এই সব নিয়ে সার্চ করে থাকে। এক সমীক্ষা দেখা গেছে জনপ্রিয় সার্চ এর বিষয়বস্তু হলো চুলে কত দিন পর পর শ্যাম্পু ব্যবহার করা উচিত। এছাড়াও তারা শ্যাম্পুর পাশাপাশি আর কোন ধরনের জিনিস ব্যবহার করলে চুল ভালো থাকে এবং লম্বা হয়। সে সব বিষয় নিয়েও গুগলে অত্যাধিক সার্চ করে থাকে।
৪.. শরীরের অবাঞ্ছিত পরিষ্কার করার নিরাপদ ও সহজ উপায় কোনটিঃ ইন্টারনেটে সার্চ করার ক্ষেত্রে মেয়েরা এই বিষয়টির উপরেও অত্যাধিক সার্চ করে থাকে। মহিলারা জানতে চান কিভাবে খুব সহজে নিরাপদ উপায়ে শরীরের অবাঞ্চিত পরিষ্কার করা যায় এর উপায়। তারা এর পাশাপাশি সার্চ করে ত্বকের ক্ষতি না করে। কিভাবে তা পরিস্কার করা সম্ভব। সে সম্পর্কেও এছাড়াও তারা হাত, চোখ ফের ভুরু ও পায়ের লোম অপসারণ সম্পর্কে ও বিভিন্ন ধরনের সার্চ গুগলে পড়ে থাকেন।
৫.. কনসিলার প্রয়োগ করার উপায়ঃ মেয়েরা ইন্টারনেটে এই বিষয় সম্পর্কে ও তাদের সার্চ করে থাকে। যদিও সব মেয়েরা কনসিলার ব্যবহার করেন না। তবে এক্ষেত্রে যাদের মার্ক দাগ আছে তারা অবশ্যই এ ধরনের সার্চ করেন। এবং এটি ব্যবহার বা প্রয়োগ করে থাকেন। তাই যারা এটি ব্যবহার করে থাকেন তারা ইন্টারনেটে এ ধরনের বিষয় সম্পর্কে সার্চ করে থাকেন।
৬.. ট্যাটু করা কি ত্বকের জন্য ক্ষতিকরঃ অনেক মেয়েরাই আছেন, যারা ফেসবুকে ইন্টারনেটে সার্চ করে থাকেন। যে ট্যাটু করা শরীরের জন্য কতটা ক্ষতিকর, ট্যাটু করা কি ভালো, ট্যাটু করার উপায়। এ ছাড়াও তারা দাবি করেন ট্যাটু করার তেমন কোন ক্ষতিকর নয়। তবে যারা স্থায়ী ভাবে নিজের শরীরে ট্যাটু করেছেন তাদের অনেকেই দাবি করেছেন যে এটি তাদের শরীরের ত্বকের অনেক ক্ষতি করেছে। স্থায়ী ভাবে টেরু করা শরীরের জন্য ক্ষতিকর। তবে আমি ব্যক্তিগত ভাবে বলবো ট্যাটু করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ একটি নাজায়েজ কাজ। তাই এটি থেকে সকলের দূরে থাকা একান্তই কাম্য।
৭.. কিভাবে চুল দ্রুত গজানো যায় তার উপায়ঃ আমরা সকলেই কম বেশি জানি যে, মহিলারা চুলের যত্নে কতটা সচেতন এবং চুল তাদের কতটা সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। তাই অনেক মহিলায় রয়েছেন যারা চুলকে সুন্দর করার জন্য বিভিন্ন উপায়ে সন্ধান করে থাকে। এ কারণে তারা google এ বিভিন্ন ধরনের সার্চ করে।ন যেমন চুল গজানোর উপায়, চুলকে সুন্দর করার উপায়, কি ব্যবহার করলে চুল ভালো হয়। এসব বিভিন্ন ধরনের তথ্য তারা ইন্টারনেটে সার্চ করে থাকেন।
৮.. ফর্সা হওয়ার উপায়ঃ সৌন্দর্য চর্চার দিক থেকে নারীদের তুলনা হয় না। তারা সৌন্দর্য বৃদ্ধি করনের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডই করে থাকেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গুগল সার্চ বা ইন্টারনেটকে সার্চ করে। তথ্য সংগ্রহের মাধ্যমে নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করন। তাই অনেক মেয়েরাই ইন্টারনেটে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে সার্চ করে থাকেন। ফর্সা হওয়ার ক্রিম, ফর্সা হওয়ার পাউডার, ফর্সা হওয়ার বিভিন্ন ধরনের প্রসাধনী ইত্যাদি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করেন।
৯.. কিভাবে বলি রেখা মুক্ত তক পাওয়া যাবে এর উপায়ঃ রূপচর্চা ও ত্বকের যত্ন মহিলাদের অন্যতম একটি প্রশ্ন। এর জন্যই তারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের সার্চ করে থাকেন। মেয়েরা আরও যেসব সার্চ করেন সেগুলি হল বলিরেখা থেকে মুক্ত পাবার উপায়, কালো দাগ দূর করার উপায়। এ সংক্রান্ত বহু প্রশ্ন তারা google এ বা ইন্টারনেটে সার্চ করেন।
১০.. চোখের নিচের ফোলা ভাব দূর করার উপায়ঃ এটি একটা শরীরের সমস্যা। আর একটি প্রশ্ন যেটি মেয়েরা হর হামেশায় ইন্টারনেটে সার্চ করে থাকে, তাহল আই ব্যাক বা চোখের ফোলা ভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এই সম্পর্কে। যা মূলত নিজের শরীরের সমস্যাকে সমাধান করার জন্যই তারা সার্চ করে থাকেন।
মেয়েরা নিজেদের রূপচর্চার দিক থেকে পুরুষদের থেকে অনেক বেশি এগিয়ে থাকেন। এবং বেশি কৌতুহলী হয়ে থাকেন। এ কারণেই তারা ইন্টারনেটে এই ধরনের সার্চ গুলি করে থাকেন। যা সম্পূর্ণ নিজের শরীর স্বাস্থ্য ও রূপচর্চার জন্যেই তারা করে থাকেন। এছাড়াও তারা চাকরির খবর, কত বেতনের চাকরি, এবং বিভিন্ন ধরনের অর্থ উপার্জনকারী সার্চ ও তারা অধীর আগ্রহী হয়ে থাকেন।
আশা করছি, উপরে উপস্থাপিত ১০ টি ইন্টারনেট সার্চ আপনাদের অনেক ভালো লেগেছে। যেগুলি গোপনে মেয়েরা ইন্টারনেটে সার্চ করে থাকে। আমি জানি উপরে উপস্থাপিত তথ্যগুলো আপনারা পড়ে অনেকেই অবাক হয়ে গেছেন, আবার অনেকে রয়েছে যারা হাসতে হাসতে পাগল হয়ে গেছেন। সত্যিই অবাক হওয়া ও হাসির মতোই বিষয়গুলি তারা google এ গোপনে সার্চ করে থাকেন। আবার যারা তাদের এই ইন্টারনেট সার্চ করে সম্মান করেন তাদের দৃষ্টিকোণ থেকে এগুলি ঠিকই রয়েছে। কেননা তারা নিজেদের প্রয়োজন মিটানোর জন্যই গোপনে গুগলে এই ধরনের সার্চ করে থাকেন। যা শুধুমাত্র তাদের শারীরিক সৌন্দর্য বৃদ্ধি এবং নিজের প্রয়োজন মিটানোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অবদান রাখবে বলে। তারা মনে করেছেন এ কারণেই তারা ইন্টারনেটে এই ধরনের সার্চ কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করেছেন। প্রতিদিন ওই নতুন নতুন এরকম তথ্য মূলক, টিপস এন্ড ট্রিক পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো যাচ্ছে। এতক্ষণ ধরে গুরুত্ব সহকারে আমাদের এই পোস্টটিকে পড়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আপনাদেরকে বলে রাখি ভবিষ্যতে আমরা ছেলেদের গোপনে ইন্টারনেটে সার্চ করার বিষয় গুলি নিয়ে নতুন একটি পোস্ট নিয়ে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ