অতীতের তুলনায় বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রচুর পরিমাণ। আর এর প্রধান কারণ হলো, এখন আমরা চাইলেই খুব সহজে শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই নিজের প্রয়োজনীয় তথ্য পেয়ে খুঁজে বের করতে পারি। এ কারণেই বর্তমান সময়ে ইন্টারনেটের চাহিদা আকাশচুম্বী। আর ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শার্ট ইঞ্জিন গুলির প্রযুক্তিগত উন্নয়ন। ইন্টারনেটের অগ্রগতির প্রথমদিকে লাইকোস, আর্চি, আল্টা ভিস্তার, ইয়াহুর মতো প্রতিষ্ঠান গুলির সার্চ ইঞ্জিন গুলির জনপ্রিয়তা থাকলেও। বর্তমান সময়ে গুগল সার্চ ইঞ্জিন এর ব্যবহার বেড়েছে হাজার গুণ। আর বাকি গুলোর ব্যবহার ক্রমশই কমে যাচ্ছে।
ইন্টারনেট জগতে গুগল সার্চ ইঞ্জিলের এই জনপ্রিয়তা সত্যিই এক ধরনের যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মূলত বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবেই বেশি পরিচিত। কেননা ইন্টারনেট জগতে গুগোল এর প্রভাব অন্য সকল প্রতিষ্ঠানের থেকে হাজার গুন বেশি। আর এই গুগল এই গুগল সার্চ ইঞ্জিলের স্বত্বাধিকারী। ইন্টারনেট থেকে কোন তথ্য বা প্রয়োজনীয় কোন কিছুকে খোঁজার দিক থেকে গুগলের ব্যবহার বিশ্বের সব থেকে বেশি।
আজকে আমরা গুগল সার্চ ইঞ্জিলে সব থেকে বেশি কি সার্চ হয় সেই বিষয়ে সম্পর্কে আলোচনা করব। এবং google এ সব থেকে বেশি সার্চ হওয়া ৫০ টি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের এই পোস্টটি যদি কোন ব্লগার বা ইউটিউবার দেখেন, তাহলে তারা অনেক উপকৃত হবেন। কেননা তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কনটেন্ট তৈরি করে আপলোড করতে হয়। আর আজকে আমরা যেহেতু google-এ সার্চ হওয়া সর্বাধিক বিষয় সম্পর্কে আলোচনা করব। সে ক্ষেত্রে এটি তাদের কনটেন্ট তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে তাদেরকে লক্ষ্য রাখতে হয়। যাতে তাদের কনটেন্ট খুব সহজেই দর্শকরা খুঁজে পান। সে কারণেই তাদের এমন কিছু কনটেন্ট খুঁজে বের করতে হয়। যেগুলি গুগল সার্চ ইঞ্জিলে বা অন্য অন্য সার্চ ইঞ্জিলে সার্চ হয়। আর আজকে যেহেতু আমরা গুগলে সার্চ হওয়া ৫০টি বিষয় নিয়ে আলোচনা করব। সে ক্ষেত্রে, তারা এই ধরনের কনটেন্ট তৈরির মাধ্যমে নিজেদের ব্লগার, ওয়ার্ডপ্রেস বা ইউটিউব এর মত সাইড গুলি কে ভালো Rank তৈরি করতে পারবে। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে বর্তমান সময়ে গুগলে সর্বাধিক সার্চ হওয়া ৫০টি শব্দ দেখে নেওয়া যাক-
শব্দ সার্চ সংখ্যা
- Facebook শব্দটি ১.৪ বিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- YouTube শব্দটি ১.২ বিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Google শব্দটি ৫৯৪.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Gmail শব্দটি ৪২৮.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Amazon শব্দটি ৩৫০.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Weather শব্দটি ২৯৯.৪ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Hotmail শব্দটি ২৭২.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Translate শব্দটি ২৬৬.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- google translate শব্দটি ২৪৩.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Instagram শব্দটি ২২৪.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Traductor শব্দটি ২২০.৯ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Fb শব্দটি ২১৪ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Whatsapp শব্দটি ২০৯.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Clima শব্দটি ২০১.৮ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Cricbuzz শব্দটি ১৪২.৪ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- google maps শব্দটি ১৪১.৫ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Yahoo শব্দটি ১২৬.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Maps শব্দটি ১০৮.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Netflix শব্দটি ১০৫.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- yahoo mail শব্দটি ১০৫ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Ebay শব্দটি ১০০.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- you tube শব্দটি ৯৪.৮ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Twitter শব্দটি ৯১.৯ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Tiempo শব্দটি ৯১.৪ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Bk শব্দটি ৯০.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Yt শব্দটি ৮৩.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Facebook login শব্দটি ৮২.৯ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Ukrainian ভাষায় Weather শব্দটি ৮২.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Traductor শব্দটি ৮০.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Outlook শব্দটি ৭৪.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Russian ভাষায় Interpreter শব্দটি ৬৫.৪ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- WhatsApp শব্দটি ৬৫ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Walmart শব্দটি ৬৪.৮ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Coronavirus শব্দটি ৬৪.৪ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Meteo শব্দটি ৬৯.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Livescore শব্দটি ৫৮.৫ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- BBC News শব্দটি ৫৬.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- News শব্দটি ৫৬.৩ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- previsão do tempo শব্দটি ৫৬.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Satta শব্দটি ৫৬.১ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- satta king শব্দটি ৫৫.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Sarkari result শব্দটি ৫৫.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Kazakh ভাষায় YouTube শব্দটি ৫৩.৮ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Roblox শব্দটি ৫২.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- google traduction শব্দটি ৫২.২ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Olx শব্দটি ৫০.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- satta Matka শব্দটি ৪৫.৮ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Pinterest শব্দটি ৪৫.৩ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
- Restaurants শব্দটি ৪৪.৯ মিলিয়ন বার করা হয়েছে।
- Wetter শব্দটি ৪৪.৭ মিলিয়ন বার সার্চ করা হয়েছে।
উপরে বামদিকে যে ইংরেজি শব্দ গুলো রয়েছে সেগুলি ইন্টারনেটে সর্বাধিক সার্চ হওয়া শব্দ। আর ডানদিকে যে সংখ্যা গুলি রয়েছে সেগুলি হল ইন্টারনেটে উক্ত শব্দ গুলো কতবার সার্চ হয়েছে তার সংখ্যা।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরে উপস্থাপিত শব্দ গুলোর মধ্যে ২৮ নম্বর, ৩১ নম্বর ও ৪৩ নাম্বার স্থানে থাকার শব্দ গুলোকে পরিবর্তন করে ইংরেজি ভাষাতে উপস্থাপন করা হয়েছে। কেননা ওখানে অন্য দেশের ভাষার কিছু শব্দ এসেছিল। তাই আমরা উপরে উক্ত ভাষা গুলোর নাম এবং ইংরেজিতে যে শব্দ হয় সেই শব্দ কেউ উপস্থাপন করেছি। যার মূল কারণ হলো আমাদের কাছে সে দেশ গুলো কিবোর্ড নাই। এ কারণেই আমরা ইংরেজিতে ওই শব্দ তিনটি উপস্থাপন করেছি।
উপরে উপস্থাপিত শব্দ গুলি ইন্টারনেটে সর্বাধিক সার্চ হয়ে থাকে। আমরা নিজেরা ও অনেক সময় উপরোক্ত শব্দ গুলোর মধ্যে থেকে কিছু শব্দ ইন্টারনেট বা google সার্চ ইঞ্জিলে সার্চ করে ছিলাম। এই শব্দ গুলোর মধ্যে থেকে অনেক গুলো শব্দই আমাদের চেনা। কেননা আমরা অনেকেই উক্ত শব্দ গুলো যেমন: Facebook, YouTube, Google, Google translation, Twitter, Instagram, FB, Amazon, ইন্টারনেট বা গুগল সার্চ ইঞ্জিল বা ইন্টারনেটে অধিক মাত্রায় সার্চ করে ছিলাম। তাই এই শব্দ গুলো শীর্ষ স্থানে থাকাটাই স্বাভাবিক। তবে যারা ব্লগ, ওয়ার্ডপ্রেস বা ইউটিউব সহ বিভিন্ন অনলাইন সাইডে কাজ করে থাকে। তারা চাইলে উপরে উপস্থাপিত শব্দ গুলোর সাথে সাদৃশ্যপূর্ণ কনটেন্ট আপলোড করতে পারে। কেননা এই ধরনের শব্দ গুগলে অত্যাধিক সার্চ। আর এই ধরনের কনটেন্ট আপলোড করলে গুগলে অত্যাধিক সার্চ হওয়ার কারণে উক্ত সাইট গুলি অতিরিক্ত মাত্রায় ভিউ বৃদ্ধি পাবে। এবং তার সাইড ভালো একটি পজিশনে চলে যাবে।
এছাড়াও যারা সাধারন দর্শকবৃন্দ রয়েছে, নিজের কৌতূহল এর বসে ইন্টারনেটে কি ধরনের শব্দ সার্চ হয় সেটি সম্পর্কে জানতে চাই তাদের জন্য আমাদের এই পোস্টটি। তারা আমাদের এই পোস্টটি থেকে জানতে পারবে। ইন্টারনেটে কি ধরনের শব্দ সর্বাধিক সার্চ হয়ে থাকে। কেননা আমরা উপরে ইন্টারনেটে সার্চ হওয়া ৫০ টি শব্দ উপস্থাপন করেছি। আশা করি, উপরোক্ত পোস্টটি আপনাদের সকলের ভালো লেগেছে। "অল টিপস বাংলা" ওয়েবসাইটে এ রকম নিত্য নতুন টিপস মূলক আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। এবং এতক্ষণ ধরে অধীর আগ্রহের সঙ্গে যারা আমাদের এই পোষ্টটিকে সুন্দর ভাবে পাঠ করেছে, তাদের জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইট এর পক্ষ থেকে জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।