HSC প্রস্তুতি ২০২২ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম | দ্বিতীয় অধ্যায় | Islamic History and Culture Suggestions.

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে "অল টিপস বাংলা" ওয়েবসাইটে আবারো নতুন একটি এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোর্স নিয়ে হাজির হলাম। আর আজকের এই প্রস্তুতি কোর্সে আমরা সাজেশন প্রদান করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়ের। তোমরা সকলে জানো আমরা পুনর্বিন্যাসিতকৃত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর উপর নির্ভর করেই প্রশ্নপত্র গুলো বা সাজেশন গুলো করে থাকি। তাই শুধুমাত্র আমাদের এখানেই এই ধরনের মডেল টেস্ট বা সাজেশন তোমরা পাবে।  অন্য কোথাও এই ধরনের পুনর্বিন্যাসিতকৃত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার সাজেশন নাও পেতে পারো।


এইচএসসি প্রস্তুতি ২০২২ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র | দ্বিতীয় অধ্যায়

তাই চলো, বেশি কথা না বলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের, দ্বিতীয় অধ্যায়ের, সাজেশন, মডেল টেস্ট ও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যাক-

বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১.. হাজরে আসওয়াদ কী?

(ক) মসজিদ 
(খ) পাথর খন্ড 
(গ) মিনার
(ঘ) কাবাঘর

২.. মহানবী হযরত মুহাম্মদ (সা:) কত বছর গোপনে ইসলাম প্রচার করেন?

(ক) এক বছর
(খ) দুই বছর
(গ) তিন বছর
(ঘ) চার বছর

৩.. মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে আল আমিন বলা হত-

i. সত্যবাদী তার জন্য
ii. সত্যপরায়নতার জন্য
iii. বিশ্বস্ততার জন্য

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৪.. মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর মদিনায় হিজরতের মূল কারণ কি ছিল?

(ক মক্কায় কুরাইশদের নির্মমতা
(খ) মদিনা ইসলামের অনুকূলে
(গ) মদিনার সুন্দর জীবন
(ঘ) মদিনার সমৃদ্ধি

৫.. হযরত হামজা (রা:) কে বীর কেশরী বলার কারণ কি?

(ক) বীরত্বের জন্য
(খ) কবিতা লেখার জন্য
(গ) সেনাপতি ছিলেন বলে
(ঘ) খলিফা ছিলেন বলে

আরো পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ | অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় সাজেশন।

৬.. হিজরত শব্দের অর্থ কি?

(ক) দেশত্যাগ
(খ) সম্পর্ক তৈরি
(গ) দেশ ভ্রমণ
(ঘ) সংক্ষিপ্ত সফর

উদ্দীপকে পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নয়নপুর গ্রামে বসবাসকারী বিভিন্ন বংশের লোকদের মধ্যে কোলাহল, বিবাদ লেগেই থাকে। যা কখনো কখনো চরম আকার ধারণ করে। এরূপ অবস্থা দেখে রফিক সাহেব তার বন্ধুদের নিয়ে গ্রামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন।

৭.. রফিক সাহেবের প্রতিষ্ঠিত শান্তি সংঘের সাথে মিল রয়েছে?

(ক) হিলফুল ফুজুলের
(খ) হুদাইবিয়ার সন্ধির
(গ) মজলিশ উশশুরার
(ঘ) বাইতুল মালের

৮.. উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করেন কে?

(ক) হযরত মুহাম্মদ (সাঃ)
(খ) হযরত আলী (রা:)
(গ) হযরত আবু বক্কর (রা:)
(ঘ) হযরত ওমর ফারুক (রা:)

৯.. মহানবী (সা:) হিজরতের নির্দেশ পান কিভাবে?

(ক) ধ্যানের মাধ্যমে
(খ) হাদিসের মাধ্যমে
(গ) ইজমার মাধ্যমে
(ঘ) কুরআনের মাধ্যমে


১০.. মদিনার সনদের প্রধান উদ্দেশ্য কি ছিল?

(ক) রাজনীতিক ও ধর্মীয় ঐক্য
(খ) সামাজিক ও বাণিজ্যিক ঐক্য
(গ) পুরাই ঐ ইহুদিদের ঐক্য
(ঘ) অর্থনৈতিক ও ধর্মীয় ঐক্য

১১.. হযরত মুহাম্মদ (সা:) এর মাতার নাম কি?

(ক) হালিমা
(খ) আমিনা
(গ) শুয়াইবা
(ঘ) জয়নাব

নিজের উদ্দ্যোগটি পড়ো ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আরোহন করে আল্লাহর আইন ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলেন। ঐশীতন্ত্র ও গণতন্ত্রের সমন্বয়ে তিনি আরবে এক চমৎকার শাসন ব্যবস্থা কায়েম করেন।

১২.. উদ্দীপকে উল্লেখিত মহানবী (সাঃ) এর কোন ধরনের সংস্কারের মিল রয়েছে?

(ক) রাজনীতিক
(খ) সামাজিক
(গ) অর্থনৈতিক
(ঘ) সাংস্কৃতিক

১৩.. উত্তর সংস্কারের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল-

i. আল্লাহর সর্বভৌমত্ব
ii. জনগণের অধিকার
iii. শাসকদের একচ্ছত্র কর্তৃত্ব 

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

আরো পড়ুনঃ এইচএসসি প্রস্তুতি ২০২২ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, প্রথম অধ্যায় সাজেশন।

১৪.. হিজরী সাল গণনা শুরু হয় কখন থেকে?

(ক) ৬১০ খ্রিস্টাব্দ
(খ) ৬১২ খ্রিস্টাব্দ
(গ) ৬২২ খ্রিস্টাব্দ
(ঘ) ৬২৪ খ্রিস্টাব্দ 

১৫.. হিজরতের ফলে-

i. মক্কা জীবনে অবসান হয়
ii. হযরত মুহাম্মদ (সা:) এর জীবনের মোর পরিবর্তন হয়
iii. মক্কার প্রধান বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উপরে আমরা তোমাদের জন্য ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি প্রথম পত্রের, দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক উপস্থাপন করেছি যেগুলি পুনর্বিন্যাসকৃত সূচি ও প্রশ্ন কাঠামোর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এখন আমরা তোমাদের জন্য সেই সকল নৈব্যক্তিকের উত্তর উপস্থাপন করছি।

উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্ন গুলোর উত্তর হল:-
১খ, ২ গ, ৩ ঘ, ৪ ক, ৫ ক  ৬ ক, ৭ ক, ৮ ক, ৯ ঘ, ১০ ক, ১১ খ, ১২ ক, ১৩ ক, ১৪ গ, ১৫ ক


উপরে তোমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন বা নৈব্যক্তিক প্রশ্ন গুলোর দেখতে পেলে এবং সেগুলির উত্তর ও দেখতে পেলে। এখন আমরা তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল গুলি উপস্থাপন করব। তোমরা সেগুলির উত্তর তৈরি করার চেষ্টা করো।

সৃজনশীল প্রশ্ন (CQ)

১.. রসুলপুর এলাকায় চুরি, রাহাজানি, ছিনতাই বেড়ে যাওয়ায় জনাব আশফাক কয়েকজন শান্তিকামী মানুষ নিয়ে একটি সংঘ গড়ে তোলেন। এর সংঘ শান্তি প্রতিষ্ঠায় বেশ কিছু উদ্যোগ নেয়ায় এবং তার সফল হয়।

ক. কত সালে মহানবী (সা:) নবুয়ত প্রাপ্ত হন?
খ. বাইতুল মাল কি? ব্যাখ্যা কর।
গ. জনাব আশফাক এর কাজটি রাসুল (সাঃ) এর কোন কাজকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব আশফাক এর মত মহানবী (সা:) এর উক্ত কাজ ও সফল হয়েছিল- মূল্যায়ন কর।

২.. সাম্প্রতিক স্বাধীনতা লাভ করেছে "ক" রাষ্ট্রটি। সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য "ক" রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সবার মতামতের ভিত্তিতে একটি সংবিধান প্রণয়ন করেন। এই সংবিধানের রাষ্ট্রের বসবাসকারী সব শ্রেণীর মানুষের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।

ক. মদিনার পূর্ব নাম কি ছিল?
খ. হিজরত ও দেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি? বুঝিয়ে লেখ।
গ. "ক" রাষ্ট্রের প্রদানের কাজ মহানবী (সাঃ) এর কোন কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কাজে মহানবী (সা:) আরো দূরদর্শিতার পরিচয় দিয়েছেন- বিশ্লেষণ কর।


৩.. ইসলাম প্রচারের বাধার সম্মুখীন হয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করেন মাওলানা আজহার। পরবর্তী সময়ে তিনি আবার দেশে ফিরতে চান। কিন্তু তাতেও বিরোধীরা তাকে বাধা দেয়। এ অবস্থায় তিনি বিরোধীদের সাথে একটি চুক্তি করে,ন যা আপাত দৃষ্টিতে তার প্রতিকূলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি ছিল তার অনুকূলে।

ক. কত খ্রিস্টাব্দে মহানবী (সা:) হিজরত করেন?
খ. কাদেরকে আনসার ও মুজাহিদ বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনা পাঠ্য বইয়ের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনা ছিল প্রকাশ্য বিজয়- পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।

৪.. রহিমগঞ্জ এলাকায় অনেক ধনী মহাজনের বাস। এলাকার দরিদ্র ও অসহায় পরিবার গুলো এ সব ধনী মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করে সর্বশ্বান্ত হয়ে পড়েছে। পরিবার গুলোকে এই অসহায় অবস্থা থেকে মুক্তি করার জন্য এগিয়ে এলেন এলাকার শিক্ষিত সমাজ সেবক রাসেল। রাসেল এলাকাবাসিকে এসব ধনী মহাজনের বিরুদ্ধে সচেতন করে তুললেন। তিনি তাদেরকে ঋণ গ্রহণে নিরুৎসাহিত করে বলেন ইসলামের সুদের ব্যবসা হারাম।  তিনি সবাইকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

ক. হিজরির সাল কে প্রবর্তন করেন?
খ. মহানবী (সা:) মেরাজে গিয়েছিলেন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ধনী মহাজনদের কাজের সাথে প্রাচীন আরবের কোন সম্প্রদায়ের কার্যকলাপের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. রাসেলের উদ্যোগটি কি মহানবী (সাঃ) এর অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন? তোমার মতামত দাও।





উপরে উপস্থাপিত নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন গুলো অনুশীলন করে তোমরা খুব সহজেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের, দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন সম্পন্ন করে নিতে পারবে। এভাবেই প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, এইচএসসি ২০২২ এর সাজেশন ,এইচএসসি ২০২২ মডেল টেস্ট, এইচএসসি ২০২২ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।

প্রতিদিন এই রকম নিত্য নতুন এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, HSC 2022 মুহূর্তের প্রস্তুতি, সংবাদ, খেলাধুলা, মোবাইল ইনফরমেশন, টিপস ও তথ্য বহুল আপডেট পাওয়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইট এ নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form